লংগার ভার্সন ক্রিকেটের সর্বোচ্চ আসর জাতীয় ক্রিকেট লীগ মাঠে গড়িয়েছে আজ। প্রথম দিনে চারটি মাঠে মুখোমুখি হয় আটটি দল। চারদিনের এই ম্যাচের প্রথম দিনে মাত্র দুটি শতক হাকিয়েছেন ব্যাটসম্যানরা। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঢাকা বিভাগের হয়ে শতক হাকিয়েছেন রকিবুল হাসান ও শুভাগত হোম। রকিবুল হাকান ১৫৪ ও শুভাগত হোম ১০১ রানে অপরাজিত আছেন। তাদের শতকের উপর ভর করে রংপুর বিভাগের বিপক্ষে ৪ উইকেটে ৩৫৭ রান জমা করেছে ঢাকা বিভাগ। অন্যদিকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বল হাতে আলো ছড়িয়েছেন সিলেট বিভাগের আবু জায়েদ ও এনামুল হক জুনিয়র। রাজশাহী বিভাগকে তারা ২১৭ রানে আটকে দেয়। আবু জায়েদ ৫টি ও এনামুল হক জুনিয়র ৪টি উইকেট পান। জবাবে দিন শেষে সিলেট বিভাগ বিনা উইকেটে ৯৫ রান তুলে নেয়। এছাড়া চট্টগ্রাম ও ঢাকা মেট্রোর লড়াইয়ে ঢাকা মেট্রো টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২২১ রান সংগ্রহ করে। জবাবে চট্টগ্রাম ডিভিশন ৩ উইকেট হারিয়ে ৮৪ রান তুলে নেয়। তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল ৬০ রানে অপারাজিত রয়েছেন। এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খুলনা হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন তুষার ইমরান। এছাড়া আনামুল হক ৫৫ ও রবিউল ইসলাম রবি ৫১ রান করেন। খুলনা দলকে এবার নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা।
