বিশ্বকাপের জার্সি পাওয়া যাবে ঢাকায়

ক্রিকেট প্রেমিদের জন্যে সুখবর। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি পাওয়া যাবে ঢাকায়। অংশগ্রহণকাindet20রী সব গুলো দেশের জার্সি মিলবে ঢাকার বিভিন্ন শোরুমে। শুধু শো রুম গুলোতেই নয় বিশ্বকাপের ম্যাচ চলাকালীন সময়ে স্টেডিয়ামের ভেন্যু থেকেও পাওয়া যাবে বিভিন্ন দেশের আসল জার্সি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অনুমোদিত ‘লোগো আনলিমিটেড’র সৌজন্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে জার্সিসহ বিভিন্ন আইসিসি লোগো সহ পণ্য বিক্রি হবে। ক্রিকেট প্রেমিরা অনলাইনেও বিভিন্ন পণ্য কিনতে পারবেন। অনলাইনে গ্রাহকরা এই ঠিকানায় (www.logounlimited.netকিনতে পারবেন। এক্ষেত্রে মাস্টার কার্ড , ভিসা কার্ড বা বিকাশে টাকা পরিশোধ করতে হবে।  বুধবার হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিষয়গুলো জানানো হয়। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বিক্রি শুরু হবে বলে জানান আয়োজকেরা। আয়োজকরা আরও জানান, ক্রিকেট প্রেমিদের কথা চিন্তা করে সাধ্যের মধ্যেই প্রত্যেকটি পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে।

বিক্রিত পণ্য সমূহ:

ইভেন্ট ক্যাপ, ইভেন্ট প্রিমিয়াম টি শার্ট, ইভেন্ট বেসিক টি শার্ট, ইভেন্ট পোলো শার্ট, ইভেন্ট প্রিমিয়াল পোলো শার্ট, ইভেন্ট সিরামিক মগ, ইভেন্ট কি চেইন (চাবির রিং), ইভেন্ট ব্যাগ প্যাক, ইভেন্ট জিম স্যাক, ইভেন্ট পিন, ইভেন্ট মিনিচার ব্যাট, টিম টি শার্ট, টিম পোলো শার্ট, টিম জার্সি, টিম ক্যাপ, টিম ব্রেসলেট, জাতীয় টি শার্ট, জাতীয় জিম স্যাক, ফেইস প্যাইন্ট, স্টিকার এবং বাঁশি।

কোথায় পাওয়া যাবে:

টেক্সমার্ট, ইন্টার স্পোর্টস, ব্যাকেল কাপ, প্যান প্যাসাফিক সোনারগাও, রূপসী বাংলা, হোটেল রেডিসন ইন্টারন্যাশনাল, হোটেল পেনিনসুলা, হোটেল আগ্রাবাদ ইন্টারন্যাশনাল, রোজ ভিউ হোটেল , নিরভানা ইন্টারন্যাশনাল, স্টার প্যাসিফিক।

আপনার মতামত দিন