টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১৬ মার্চ। বিশ্বকাপের একমাত্র আয়োজক বাংলাদেশ। ২০১১ সালে একদিনের বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সাথে সহআয়োজকও ছিল বাংলাদেশ। সেবার মূল পর্বের পর্দা উঠার আগে উদ্ধোধনী অনুষ্ঠান আয়োজন করে প্রশংসা কুড়িয়েছিল বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিন ঘন্টার উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এবারও সেরকম উদ্ধোধনী অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে ক্রিকেট বোর্ড এবং টূর্ণামেন্ট আয়োজক কমিটি। ১৩ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামেই উদ্ধোধনী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। উদ্ধোধনী অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব নিয়েছেন গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ ও ব্লুজ কমিউনিকেশন। এরই মধ্যে নিশ্চিত হওয়া গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন যুক্তরাষ্ট্রের হিপ হপ ও আর. এন্ড বি.(রিদম এন্ড ব্লুস) গায়ক অ্যাকন এবং ভারতের এ আর রহমান। সাথে থাকবেন ভারতের জনপ্রিয় শিল্পীউদিত নারায়ণ, জাবেদ আলী, নিতি মোহান, হারজিৎ কর প্রমুখ।বিদেশিদের পাশাপাশি বাংলাদেশের রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ ও মমতাজও এই অনুষ্ঠানে গাইবেন।সঙ্গে যোগ দিবে দেশের জনপ্রিয় দুটি ব্যান্ড। মাইলস এবং নগর বাউল ।এ ছাড়া এই আয়োজনে ‘টি-২০ বিশ্বকাপ-২০১৪’-এর থিম সং পরিবেশন করবেন পান্থ কানাই, তাপস, এলিটা, জোহান, শান্ত, পূজা, ফুয়াদ ও কোনাল। আগামী ১১ মার্চ ঢাকায় পা রাখবেন অ্যাকন।১৮ সদস্যের দল নিয়ে আসছেন তিনি। ঢাকায় আসার পর পরদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে রিয়ার্সেল করবেন অ্যাকন। একই পরিকল্পনা এ আর রহমানের। তবে তার সাথে আসছেন ১২০ সদস্যের দল। পারফর্মেন্সের পর জমকালো আতশবাজি ও লেজার শো দিয়ে উদ্ধোধনী অনুষ্ঠানের ইতি টানার পরিকল্পনাও করছে আয়োজকরা।



