অনেক পরিশ্রম করে প্রথ
ম রাউন্ডে জিতলেন মারিয়া শারাপোভা। জাপানের খেলোয়াড় কারুমি নারাকে হারাতে বেশ ঘাম ঝরাতে হলো রুশ তারকাকে। শেষপর্যন্ত শারাপোভা ৬-৩, ৬-৪ জিতলেও, ম্যাচের শেষে তিনি বলেন, ‘কারুমি আমাকে বেশ খাটিয়েছে। এমন জায়গায় বল রাখছিল, যে আমাকে বেশ দৌড়তে হয়েছে। কোর্টের ভিতরে ও খুব দ্রুত চলাফেরা করতে পারে। বেশ কিছু মুহূর্তে আমাকে অতিরিক্ত ঘাম ঝড়াতে হয়েছে। অতিরিক্ত শট খেলতে হয়েছে ।’ তবে এই রকম ম্যাচই বেশি করে খেলতে চান শারাপোভা। একেক সময় তার মানে হয়েছে শট খেলতে পারছেন না।আবার একেক মুহূর্তে তার মনে হয়েছে আরও একটু ধৈর্য ধরতে পারলে ভালো হতো। যাই হোক, শারাপোভার ম্যাচ জিততে সমস্যা হয়নি। এক সময় রুশ তারকা পিছিয়ে পড়েছিলেন। দ্বিতীয় সেটে একসময় জাপানি খেলোয়াড় ৩-১ এগিয়েছিলেন। এরপর অন্য শারাপোভাকে দেখা যায়। দারুণ খেলে ম্যাচটা জিতে নেন তিনি।



