হেরে গেলেন ফেদেরার

এর আগে আরও তিনবার মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে উঠেছিলেন ফেদেরার। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা তিনবার তিনি ফাইনালে হেরেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের কাছে। ১৪ বছর পর টেনিস কোর্টে দেখা গেল অল সুইস ফাইনাল। একটিমাত্র গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্তাFe-Warinkaনিস্লাস ওয়াওরিঙ্কার বিপক্ষে ফেবারিট ছিলেন ১৭টি গ্র্যান্ড স্ল্যামজয়ী রজার ফেদেরার। কিন্তু দ্বিতীয় সেটে গিয়েই হোঁচট খেলেন তিনি। আক্রমণাত্মক ব্যাকহ্যান্ড দিয়ে তাকে পরাস্ত করে প্রথম মন্টে কার্লো শিরোপা জিতলেন ওয়াওরিঙ্কা। রোববার ক্লে কোর্টে এই মাস্টার্স শিরোপার লড়াইয়ে ৪-৬, ৭-৬ (৫), ৬-২ গেমে ফেদেরারের কাছে এই শিরোপা অধরাই রেখে দিলেন এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন। আগের দুটি মাস্টার্স ফাইনালেই হেরে যাওয়া ওয়াওরিঙ্কার সামনে ক্ষুধার্ত ছিলেন  টানা তিন ফাইনালে ব্যর্থ হওয়া ফেদেরার। অন্যদিকে মুখোমুখি লড়াইয়েও ১৩-২ এ এগিয়ে ছিলেন তিনি। কিন্তু এই কোর্টেই স্বদেশীর কাছে হারের বৃত্ত থেকে বের হতে পারলেন না। এনিয়ে তিনবারই মন্টে কার্লোর এই কোর্টে হারলেন ফেদেরার। ম্যাচ শেষে বিজয়ীর হাসি নিয়ে ওয়াওরিঙ্কা বলেন, এখানে আমার প্রথম মাস্টার্স শিরোপা জেতাটা ব্যতিক্রম। প্রিয় বন্ধুর ক্যারিয়ারের সপ্তম টাইটেল জয়ের পর অভিনন্দন জানালেন চতুর্থ বাছাই তারকা,‘এখানে দারুণ সপ্তাহ কাটল। অভিনন্দন স্তানকে।

আপনার মতামত দিন