ভারত-বাংলাদেশ ওয়ানডেঃ বৃষ্টির কারণে আপাতত বন্ধ

নিরুত্তাপ ভাবেই আজ শুরু হলো ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে মিশন।সারা বিশ্ব এখন উন্মত্ত আর উত্তাল বিশ্বকাপ ফুটবল নিয়ে। ব্রাজিলের সেই উত্তাপে কাঁপছে বাংলাদেশও। ঠিক এমন সময় অনেকটা নিভৃতেই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ। প্রায় ৭ বছর পর দুই দেশ মুখোমুখি দ্বিপক্ষীয় সিরিজে।শেরে in vs banবাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।তবে বিশ্ব চ্যাম্পয়নদের বিপক্ষে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। দলীয় ৫ রানেই শূন্য রানে বিদায় নেন তামিম ইকবাল। ৩৫ রানে মাথায় মুমিনুল হক বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে এনামুল হক ও মুশফিকুর রহিম ৫২ রানের জুটি গড়লে প্রাথমকি চাপ সামল দেয় বাংলাদেশ। এনামুল হক দলীয ৮৭ রানে ব্যাক্তিগত ৪৪ রানে আউট হন। তবে সদ্য আইপিএল খেলে আসা সাকিব আল হাসান মুশফিকুর রহিমের সঙ্গে ৪৭ ও মাহামুদুল্লার সঙ্গে ৬৫ জুটি গড়লে বড় সংগ্রহের ভিত্তি পায় বাংলাদেশ। মুশফিক ৫৯ রান করে আউট হন। সাকিব করেন ৫২ রান। নাজির হোসেন করেন ২০ বলে ২২ রান। শেষদিকে মাশরাফির ১০ বলে ১৮ ও আব্দুর রাজ্জাকের ১২ বলে ১৬ রানের সুবাদে ২৭২ রানের পুঁজি পায় বাংলাদেশ। ভারতে পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন উমেশ যাদব। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ নয় উইকেটে ২৭২ রান। জিততে হলে ভারতকে করতে হবে ২৭৩ রান। খেলা আপাতত বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। বাংলাদেশের দেয়া ২৭৩ রানের জবাবে ভারত ইনিংসের ১৬.৪তম ওভারে খেলা বন্ধ করে দেন মাঠের আম্পায়ররা। এসময় ভারতের সংগ্রহ ছিল ১০০/১। বাংলাদেশ তারকা সাকিব আল হাসানের স্পিনে এলবিডব্লিউর  ফাঁদে পড়ার আগে ৪৪ বলে কাঁটায় কাঁটায় ৫০ রান করেন ওপেনার রবিন উথাপ্পা।

আপনার মতামত দিন