বাংলাদেশের সাতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ । পর পর ২ ম্যাচের অনেক ব্যাবধানে হারের লজ্জা কিছুটাহলেও কমবে যদি ৩য় ম্যাচে জয় পায় বাংলাদেশ ক্রিকেট দল ।
সোমবার বাংলাদেশ সময় রাত ১২.৩০ মিনিটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এর তৃতীয় ওয়ানডেটি সেন্ট কিটসে শুরু হবে । চারজন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল , এনামুল হক ইমরুল কায়েস ও শামসুর রহমান কে নিয়ে শুরু হয় টাইগারদের ব্যাটিং কিন্তু তামিম ইকবাল ও এনামুল হক কিছুটা সাফল্য পেলেও পুরোপুরি ব্যর্থ ইমরুল কায়েস ও শামসুর রহমান। তাই তাদের জায়গায় আসতে পারেন মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন।
ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ ওয়ানডেতে একমাত্র এনামুল হক এর একটি শতক ছাড়া আর কোন ৪০ পেরনোর ইনিংসও নেই অতিথি দলের। তাছাড়া অধিনায়ক মুশফিকুর, মাহমুদুল্লাহ ও নাসির হোসেনও ভালো কোনো ইনিংস উপহার দিতে পারেননি।
২য় ম্যাচে মাত্র ৭০ রানে বাংলাদেশের ব্যাটসম্যানরা অলআউট হওয়ায় নিজেদের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেললেও সেই আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য তৃতীয় ম্যাচটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলার দামাল ছেলেদের উপর।
বলিং এ একেবারে খারাপ করেনি বাংলাদেশ দল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন পেস আক্রমণভাগের চেষ্টার কমতি ছিলনা টাইগারদের। তাছারা আল-আমিন হোসেন দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে তাকে সাধ্যমত সাহায্য করছেন। মাহমুদুল্লাহ ,সোহাগ গাজী,আব্দুর রাজ্জাক নেতৃত্বাধীন স্পিন আক্রমণভাগ তেমনটা সফল না হলেও স্বাগতিক ব্যাটসম্যানদের সহজ রান দেননি বোলাররা।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ তাঁদের তৃতীয় ওয়ানডেটি জেতার লক্ষে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করছে । তৃতীয় ওয়ানডেটির জন্য তাঁরা দলে রেখেছে ডোয়াইন ব্র্যাভো (অধিনায়ক), ড্যারেন ব্র্যাভো, কার্ক এডওয়ার্ডস, ক্রিস গেইল, জেসন হোল্ডার, নিকিতা মিলার, সুনিল নারাইন, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, রবি রামপাল, কেমার রোচ, ড্যারেন স্যামি, লেন্ডল সিমন্স, আন্দ্রে রাসেল।
এখন শুধু অপেক্ষা শেষ রক্ষাটা কেমন করে শেষ করবে বাংলাদেশ টাইগার দল।