২০১৫ সালের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটের জন্য ত্রিশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড [বিসিবি]।
৬/১২/২০১৪ শনিবার সন্ধ্যায় বিসিবি তাদের ওয়েবসাইটে এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করে। যেখানে প্রাথমিক দলে খেলার জন্য ৩০ জন খেলোয়াড় এর নাম প্রকাশ করা হয়েছে। যে ৩০ জন খেলোয়াড়ের নাম চূড়ান্ত পর্যায়ে ঘোষিত হয়েছে তাদের নামের তালিকা নিচে তুলে ধরা হল।
- মুশফিুকর রহিম,
- তামিম ইকবাল,
- সাকিব আল হাসান,
- মাশরাফি বিন মর্তুজা,
- আল আমিন হোসনে ,
- মুমিনুল হক,
- রুবেল হোসেন,
- এনামুল হক বিজয়,
- জিয়াউর রহমান,
- আবদুর রাজ্জাক,
- ইমরুল কায়েস,
- নাঈম ইসলাম,
- আবুল হাসান রাজু,
- মাহমুদ উল্লাহ ,
- মার্শাল আয়ুব,
- রিয়াদমুক্তার আলী,
- নাসির হোসেন,
- তাইজুল ইসলাম,
- আরাফাত সানি,
- সৌম্য সরকার,
- মো. মিথুন,
- মোহাম্ম ইলিয়াস,
- তাসিকন আহমেদ,
- সাব্বির রহমান,
- লিটক কুমার দাস,
- মুভাগত হোম,
- শফিউল ইসলাম,
- তাসিকন আহমেদ,
- জুবায়ের হোসেন ও
- মোহাম্মদ শহীদ।
আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে পরবর্তী বিশ্বকাপ টুর্নামেন্ট। এবারের টুর্নামেন্টের যৌথ আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।