সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার যারা।

বিশ্বের সকল জনপ্রিয় খেলাধুলার মধ্যে ক্রিকেট আর ফুটবল আমাদের কাছে বেশি জনপ্রিয়। আজ আমি আপনাদের মাঝে তুলে ধরবো বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ  ক্রিকেটার দের সম্পর্কে।

স্যার ডন ব্র্যাডম্যান।

স্যার ডন ব্র্যাডম্যান

স্যার ডন ব্র্যাডম্যান

সর্বকালের সর্বশ্রেষ্ঠ টেস্ট ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত লাভ করেন ব্র্যাডম্যান। তাঁর টেস্ট ক্রিকেটের গড় রান প্রায় ৯৯.৯৪। ২০ বছর বয়সে ব্র্যাডম্যান তাঁর এয় রেকর্ড সৃষ্টি করেন যা আজও পর্যন্ত কেও এ রেকর্ড ভাংতে পারেনি।

শচীন টেন্ডুলকার।

sachin-tendulkar

সর্বকালের সর্বশ্রেষ্ঠ টেস্ট ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত লাভ করেন ব্র্যাডম্যান আর তাঁর পরেই স্থান পান শচীন টেন্ডুলকার। যদিওবা ২০০২ সালে তিনি ব্র্যাডম্যান এর রেকর্ডকে ভেঙ্গে দেন। ২০১১ সালের বিশ্বকাপ বিজয়ী ভারতীয় দল টেন্ডুলকারের দুর্ধর্ষ ব্যাটিং এর ফলে এ সফলতা লাভ করে।

 

গ্যারি সোবার্স।

গ্যারি সোবার্স

গ্যারি সোবার্স

ক্রিকেটের সর্বোচ্চ অলরাউন্ডার হিসাবে বিবেচিত হন গ্যারি সোবার্স। প্রধানত তিনি একজন বোলার হিসেবে খেলা শুরু করেন পরে  অলরাউন্ডার হন। 1958 সালে পাকিস্তানের বিরুদ্ধে আউট না হয়ে ৩৬৫ রান করেন। ক্রিকেট বিশ্বে এতি তাঁর রেকডের মূল উৎস।

 

ভিভিয়ান্স রিচার্ড।

ভিভিয়ান্স রিচার্ড

ভিভিয়ান্স রিচার্ড

রিচার্ড বিশেষ করে ওয়ানডেতে সব সময় সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয়। রিচার্ডস স্যার ডন ব্রাডম্যান, স্যার গারফিল্ড সোবার্স, স্যার জ্যাক হবস এবং শেন ওয়ার্ন সহ, বিশেষজ্ঞদের একটি ১০০ সদস্যের প্যানেল দ্বারা, ২০০০ সালে সেঞ্চুরি পাঁচ ক্রিকেটার এক ভোট হয়। তিনি স্যার ডন ব্র্যাডম্যান শচীন টেন্ডুলকারের পর সব সময় সর্বশ্রেষ্ঠ ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে সব সময় তৃতীয় সর্বাধিক টেস্ট ব্যাটসম্যান হিসেবে উইজডেন দ্বারা নির্বাচিত হয়েছে।

 

ইমরান খান।

ইমরান খান

ইমরান খান

১৯৯২ ক্রিকেট বিশ্বকাপ এ বিজয় পাকিস্থান দেশের নেতৃত্ব তিনি। ১৯৭১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত পাকিস্তানের সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন তিনি।  সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটারের তালিকায় তিনার অবস্থান ৫ নম্বারে।

জ্যাক ক্যালিস।

জ্যাক ক্যালিস

জ্যাক ক্যালিস

জ্যাক ক্যালিস টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ এবং প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে তেরো হাজারি রানের ক্লাবে যোগ দেয়ার কৃতিত্ব দেখিয়েছেন। তেরো হাজারি ক্লাবে অন্য তিন সদস্য হচ্ছেন ভারতের শচীন টেন্ডুলকার (১৫,৬৪৫), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৩,৩৭৮) ও আরেক ভারতীয় রাহুল দ্রাবিড় (১৩,২৮৮)। তেরো হাজার রানে পৌঁছাতে শচীন খেলেছিলেন ২৬৬ ইনিংস। সেখানে ক্যালিসের প্রয়োজন হলো ২৬৯ ইনিংসের। সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটারের তালিকায় তিনার অবস্থান ৬ নম্বারে।

 

মুত্তিয়া মুরালিধরন।

মুত্তিয়া মুরালিধরন

মুত্তিয়া মুরালিধরন

শ্রীলঙ্কার বিশ্বখ্যাত অফ স্পিনার মুরালিধরন। তাঁর টেস্ট ক্রিকেটে রেকর্ড  সংখ্যক ৮০০ উইকেট শিকার করে অবসর নিয়েছেন।
৩৮ বছর বয়সী মুরালিধরন ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে অবসর নেবেন বলে এর আগে ঘোষণা করেছিলেন। ওই ঘোষণার সময় তার টেস্ট উইকেটের সংখ্যা ছিলো ৭৯২। ফলে ৮০০ উইকেটের মাইলফলক স্পর্শের জন্য তার গ্যালে টেস্টে প্রয়োজন ছিলো আটটি উইকেট। তিনি তার শেষ টেস্ট ম্যাচে ৮০০ উইকেট পুরন করেন। সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটারের তালিকায় তিনার অবস্থান ৭ নম্বারে।

ব্রায়ান লারা।

ব্রায়ান লারা

ব্রায়ান লারা

ক্রিকেটপ্রেমীদের জন্য একটি অতি পরিচিত ও সম্মানিত একটি নাম ব্রায়ান লারা  ব্রায়ান লারাকে সর্বকালের শ্রেষ্ঠ ব্যাটসম্যানদের একজন হিসেবে গণ্য করা হয়। তিনি টেস্ট ক্রিকেট ব্যাটসম্যান রেটিং-এ বহুবার ১ নং ব্যাটসম্যান হয়েছেন ব্রায়ান লারা।

আপনার মতামত দিন