টি-২০ ক্রিকেট সকলের কাছেই অনেক বেশি প্রিয় ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের তুলনায়। এর আগে আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম ওয়ানডে ক্রিকেটে শীর্ষ দশ উইকেট সংগ্রাহক এর তালিকা। আজ আমি আপনাদের মাঝে তুলে ধরবো টি-২০ ক্রিকেটে শীর্ষ দশ উইকেট সংগ্রাহক এর তালিকা।
আসুন তাহলে আর দেরি না কোরে জেনেনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শীর্ষ দশ উইকেট সংগ্রাহক সম্পর্কে।
মুহাম্মদ হাফিজ – ৪৬

মুহাম্মদ-হাফিজ
পাকিস্তান দলে টি-২০ তে মুহাম্মদ হাফিজ এর অবস্থান চতুর্থ কিন্তু আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মুহাম্মদ হাফিজ এর অবস্থান ১০ নম্বারে। টি-২০ ক্রিকেটে মুহাম্মদ হাফিজ উইকেট পেয়েছেন ৪৬ টি। তিনি সর্বমোট ৬০ টি-২০ ম্যাচ খেলেছেন।
গ্রায়েম সোয়ান-৫১

গ্রায়েম-সোয়ান
গ্রায়েম সোয়ান গত অ্যাশেজ সিরিজে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। তিনি টি-২০ মধ্যে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় ৯ নম্বারে আছেন। ৩৯টি ম্যাচে তার ৫১ উইকেট সংগ্রাহিত হয়েছে।
নাথান ম্যাককালাম-৫২

নাথান-ম্যাককালাম
নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম এর ছোট ভাই নাথান ম্যাককালাম ৫৭ টি ম্যাচে ৫২ টি উইকেট পেয়েছেন। টি-২০ ক্রিকেটে তাঁর অবস্থান ৮ নম্বারে। অফ স্পিনার এয় বোলার ৫১ টি ম্যাচে ওভার প্রতি ৬.৮৫ রান দিয়েছেন।
ডেল স্টেইন -৫৫

ডেল-স্টেইন
বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফাস্ট বোলার দের মধ্যে ডেল স্টেইন একজন। তিনি মাত্র ৩৮টি টি-২০ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ৫৫ টি। দ্রুততম বোলারদের মধ্যে তিনি ব্যাটিংদের কাছে একজন বিপদ জনক বোলার । আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ডেল স্টেইন এর অবস্থান ৭ নম্বারে।
স্টুয়ার্ট ব্রড -৬৫

স্টুয়ার্ট-ব্রড
ইংল্যান্ড টি-২০ দলে অধিনায়ক স্টুয়ার্ট ব্রড এর অবস্থান আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৬ নম্বারে। টি-২০ ক্রিকেটে স্টুয়ার্ট ব্রড উইকেট পেয়েছেন ৬৫ টি। তিনি সর্বমোট ৫২ টি-২০ ম্যাচ খেলেছেন।
অজন্তা মেন্ডিস -৬৬

অজন্তা-মেন্ডিস
স্পিনার বোলিং জগতে এক রহস্যময়ি বোলার অজন্তা মেন্ডিস। তিনি মাত্র ৩৯টি ম্যাচ খেলে উইকেট পান ৬৬টি। উইকেট প্রতি তাঁর রানের গড় ১৩ কোরে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অজন্তা মেন্ডিস এর অবস্থান ৫ নম্বারে।
লাসিথ মালিঙ্গা-৬৮

মালিঙ্গা
বর্তমানে দ্রুততম বোলিং জগতে এক রহস্যময়ি বোলার লাসিথ মালিঙ্গা । তিনি টি-২০ ম্যাচ খেলে উইকেট পান ৬৮ টি। উইকেট প্রতি তাঁর রানের গড় ৭.৫ কোরে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে লাসিথ মালিঙ্গাএর অবস্থান ৪ নম্বারে।
শহীদ আফ্রিদি -৮১

আফ্রিদি
বুম বুম… আফ্রিদি নামে সকলের কাছে বেশ প্রিয় একটি নাম শহীদ আফ্রিদির। ক্রিকেট জগতে রেকর্ডের মাত্রা যার সীমাহীন। টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় যার স্থান ৩ নম্বারে। তিনি ৭৭ টি টি-২০ ম্যাচ খেলে উইকেট সংগ্রহ করেছেন ৮১ টি।
উমর গুল – ৮২

উমর-গুল
পাকিস্থানি আর একজন সেরা বোলার উমর গুল । আইসিসি বর্ষ সেরা পুরুস্কার প্রাপ্ত বোলার উমর গুল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে যার অবস্থান ২ নম্বারে। তিনি মাত্র ৫৭ টি টি-২০ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ৮২ টি।
সাঈদ আজমল -৮৫

আজমল
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচে বেশি উইকেট পেয়েছেন সাঈদ আজমল। জাদুকরি এই স্পিন বোলার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৬৩ টি ম্যাচ খেলে ৮৫ টি উইকেট অর্জন করেছেন। তাই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সাঈদ আজমলকে বলাহয়য় উইকেটের রাজা।