পাঁচ উইকেটের রেকর্ডে সাকিব।

দীর্ঘ প্রতীক্ষা শেষে অবশেষে বর্তমানের বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পেলেন এক দিনের আন্তর্জাতিক ম্যাচে পাঁচ উইকেট। এ পর্যন্ত ১৫৬টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন মোট ৬ বার। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় তার। ভালো বোলার হিসেবে ক্যারিয়ারে সুখ্যাতি থাকলেও ওয়ানডেতে পাঁচ উইকেট যেন অপ্রাপ্তি হিসেবেই ছিল সাকিব আল হাসানের ভাগ্যে। অভিষেকের নয় বছর পর এ বছর (২০১৫)পাঁচ উইকেট লাভ করেন তিনি। জিম্বাবুয়ে এই ম্যাচে ১২৮ রানে অলাউট হয়। বাংলাদেশ পায় ১৪৫ রানের বিশাল জয়। এই ম্যাচে প্রথম স্পেলে সাত ও পরের স্পেলে এক ওভার বোলিং করেন সাকিব। অষ্টম ওভারে বোলিংযে সাত রান খরচ করেন এই বাঁ হাতি স্পিনার। সাকিবের পাঁচ উইকেটের প্রথম শিকার চামু চিভাভা। এরপর ১৪ তম ওভারের প্রথম বলে শন আরভিনকে সাজ ঘরে ফেরান সাকিব। তৃতীয়তম উইকেটের শিকার করেন ১৮ তম ওভারে বিপদজনক ব্যাটসম্যান শন উইলিয়ামসকে । মাত্র আট রানে সরাসরি বোল্ড হন শন উইলিয়ামস। সাকিব প্রথম স্পেলে সাত ওভার বোলিং করে ২৪ রানে তিন উইকেট তুলে নেন। দশ ওভার শেষে সাকিবের বোলিং ফিগার ১০-০-৪৭-৫।

এক দিনের আন্তর্জাতিক ম্যাচে সাকিবের সেরা পাঁচ বোলিং দেখে নেয়া যাক।

ওভার রান উইকেট প্রতিপক্ষ ভেন্যু
১০ ৪৭ ০৫ জিম্বাবুয়ে ঢাকা
০৫ ১৬ ০৪ ওয়েস্ট ইন্ডিজ চট্টগ্রাম
১০ ৩৩ ০৪ নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চ
০৯ ৩৯ ০৪ জিম্বাবুয়ে ঢাকা
০৮ ৪১ ০৪ নিউজিল্যান্ড ঢাকা

২০১৫ সাল পর্যন্ত সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট ক্যারিয়ারে এ পর্যন্ত পাঁচ উইকেট নিয়েছেন ১৪ বার। ২০০৮ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের দেড় বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সর্ব প্রথম পাঁচ উইকেট অর্জন করেন। এ ম্যাচের প্রথম ইনিংসে ২৫.৫ ওভার বল করে ৩৬ রানের বিনিময়ে সাত উইকেট নেন। এটাই এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা বোলিং। একই বছর দুইবার দক্ষিন আফ্রিকার বিপক্ষে আর একবার শ্রীলঙ্কার বিপক্ষে পর পর তিন টেস্টে পাঁচ উইকেট অর্জন করেন। টেস্টে ১৪ বার পাঁচ উইকেটের মধ্যে তিন বার আসে জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে, ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক ম্যাচে সেঞ্চুরী ও দশ উইকেট তুলে নেন।

ওয়ানডের মত টি-টোয়েন্টি ম্যাচও কিছুটা বিরূপ আচরণ করেছে সাকিব আল হাসানের পাঁচ উইকেট অর্জনের ক্ষেত্রে। এ পর্যন্ত তিনি আটত্রিশটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কিন্তু পাঁচ উইকেটের প্রাপ্তি হয়নি। ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টিতে ২১ রানে চার উইকেটই এখন পর্যন্ত সেরা অর্জন সাকিব আল হাসানের জন্য।

 

আপনার মতামত দিন