কারা যাচ্ছে সেরা চারে? বিপিএলের এবারের আসরে এ প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি ভাবে দেয়া সম্ভব না হলেও পারফর্মেন্স ও রান রেটের খতিয়ান থেকে কিছুটা হলেও ধারনা পাওয়া যায়। আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের তৃতীয় পর্ব। আজকের খেলায় বেলা দুইটায় মুখোমুখি হবে সিলেট সুপার স্টারস বনাম বরিশাল বুলস এবং সন্ধ্যা ৬.৪৫ মিনিটে রংপুর রাইডার্স বনাম ঢাকা ডিনামাইটস। বিপিএলের দ্বিতীয় পর্বে চিটাগংযের মাঠে চিটাগং ভাইকিংস সফল হতে পারেনি তেমন ভাবে। সবচেয়ে বেশি অর্ধ শতক ও এবারের বিপিএলে এবারের আসরে সবচেয়ে বেশি রানের মালিক হয়েও চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল এখনো জানেন না তার দলকে সেরা চারে নিয়ে যেতে পারবেন কিনা! আট ম্যাচে চার পয়েন্ট পাওয়া চিটাগং ভাইকিংসের সেরা চারে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আজকের ম্যাচ নিয়ে বিপিএলের তৃতীয় পর্বে লীগ পর্যায়ের ম্যাচ বাকি ১০টি। বিপিএলের প্রথম পর্বের পারফর্মেন্স অনুযায়ী সবার উপরে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রান রেটের পরিমান +০.৬৪৪। +০.৪২২ রান রেট ও সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বরিশাল বুলস। বরিশাল বার্নাস দর্শকদের যতটা হতাশায় ভুগিয়েছিল বরিশাল বুলস দর্শকদের ঠিক ততটাই আশার সঞ্চার করছে।
আজকের ম্যাচে বরিশাল বুলসের পক্ষে মাঠে নামছে ক্রিসটোফার হেনরি ক্রিস গেইল। অতীত ইতিহাস বলে বিপিএলে তিনটি সেঞ্চুরী আছে ক্রিস গেইলের। একটু আতঙ্কেই থাকার কথা প্রতিপক্ষ সিলেট সুপার স্টারসের। সিলেট সুপার স্টারস এ পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে একটিতে জয় লাভ করেছে। চট্টগ্রাম ভাইকিংসের পরেই তাদের অবস্থান। সবার নিচে অবস্থান করে সেরা চারে যাওয়া একটু কঠিনই হবে সিলেট সুপার স্টারসের জন্য। তবু সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। ক্রিস গেইল, এভিন লুইসদের মোকাবেলা করে আজ যদি জিতে যায় সিলেট সুপার স্টার তাহলেও তাদেরকে আরো অন্তত দুটি ম্যাচ জিততে হবে। তবে আজ সিলেট সুপার স্টারস হেরে গেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলসের সেরা চারে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কিছুটা নিরাপদ অবস্থানে আছে রংপুর রাইডার্স। আট পয়েন্ট নিয়ে শক্ত অবস্থানে আছেন রংপুর রাইডার্স।আজ ৬টা ৪৫ মিনিটে ঢাকা ডিনামাইটসের বিপক্ষে রংপুর রাইডার্সের ম্যাচে যদি রংপুর জিতে যায় তবে তাদের সেরা চারে যাওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। আজ বরিশাল বুলসের বিপক্ষে সিলেট সুপার স্টারস হেরে গেলে রংপুরের সৌভাগ্যই বলা যায়। তবে ঢাকার মাঠে নিশ্চয়ই ঢাকা চাইবে না সেরা চার হতে ছিটকে পড়তে। তিনটি জয় নিয়ে সেরা চারের দৌড় হতে ঢাকার সম্ভাবনাও কম নয়। রংপুর রাইডার্স কে হারাতে পারলে সে সম্ভাবনা বাড়বে বৈ কি!২০১৩ সালে রংপুর রাইডার্সে সবার চেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে খেলেছিল তারকা ক্রিকেটার নাসির হোসেন।এবারের ঢাকা ডিনামাইটসের আইকন তারকা নাসির হোসেন এখনো উল্লেখ্যযোগ্য পারফর্মেন্স দেখাতে পারেনি। দেখা যাক রংপুর রাইডার্সের বিপক্ষে নাসির হোসেন তার প্রতিভার কতটা যথাযথ প্রয়োগ ঘটান। “কারা যাচ্ছে সেরা চারে” এই প্রশ্নের উত্তরের জন্য দর্শকদের কিছুটা অপেক্ষা তো করতেই হবে!



