পুরস্কার তার জন্য নতুন কিছু নয়। এ পর্যন্ত তিনি ২৫টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। যার মধ্যে ১২টি একক,১১টি দ্বৈত ভাবে (মহিলা), ২টি মিশ্র দ্বৈত। এছাড়া অলিম্পিকেও সেরেনা দুবার স্বর্ণপদক লাভ করেছেন। পরিসংখ্যানই বলে দেয় যে কোন মহিলা টেনিস খেলোয়ারের চেয়ে তার অর্জিত গ্র্যান্ড স্লামের সংখ্যা বেশি। সব মহিলা খেলোয়ারদের মধ্যে পারিশ্রমিকের বিচারেও সেরেনা উইলিয়ামসই এগিয়ে। ২০০৯ সাল পর্যন্ত, হিসেব অনুযায়ী বোনের সাথে ছয়টি গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলেছেন। আর এই ছয়টিতেই জয় পেয়েছেন সেরেনা। উইমেনস টেনিস অ্যাসোসিয়েশন এর মাধ্যমে মোট সাত বার বর্ষসেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন তিনি। তবে এত প্রাপ্তির মাঝেও অপ্রাপ্তি হিসেবে ছিল ক্রীড়া স্পোর্টস ইলাস্ট্রেটেডের বর্ষসেরা স্বীকৃতি। অপ্রাপ্তি এবার ঘুচলো। সেরেনা উইলিয়ামস স্পোর্টস ইলাস্ট্রেটেডের বর্ষসেরা ক্রীড়াবিদের স্বীকৃতি পেলেন। তার আগে মাত্র দুজন নারী এই পুরষ্কার জিতেছিলেন। তারা হলেন জিমন্যাস্টের ম্যারি লু রেটন ও স্পিড স্কেটার বনি ব্লেয়ার।
গতকাল নিউইয়র্কে এই পুরস্কার নেয়ার সময় তার সঙ্গী হয়েছিলেন বড় বোন ভেনাস উইলিয়ামস ও মা ওরাসেন প্রাইস।