এবারের আইপিএলে সবচেয়ে দামি খেলোয়ার কোহলি

এবারের আইপিএলে সবচেয়ে দামি খেলোয়ার কোহলি

 

এবারের আইপিএলে সবচেয়ে দামি খেলোয়ার কোহলি
আইপিএলের খেলোয়ার বাছাইয়ের প্রক্রিয়ায় সব সময় সবার দৃষ্টির কেন্দ্রবিন্দুতে নজরে থাকে আইপিএল আসরের সবচেয়ে দামী খেলোয়ার। নিলামের থাকা তারকা ক্রিকেটারদের মধ্যে দরদামের পর সবাই খুব সহজেই দেখতে পারেন কারা সবচেয়ে উচ্চ মূল্যে খেলবেন এবারের আইপিএল। কিন্তু দর্শক চোখের আড়ালে রয়ে যায় আইপিএলে নিলামে না থাকা কিছু খেলোয়ার যারা বছরের পর বছর আইপিএল খেলছেন এবং ফ্র্যাঞ্চাইজি দল গুলোও তাদের কে ছাড়তে রাজি নয়। তবে এবার আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা ঘোষনা দিয়েছেন এবারের ফ্র্যাঞ্চাইজি দলগুলো বছরের পর বছর যে খেলোয়ারগুলোকে ধরে রাখছে তাদের বেতনের অংকটা প্রকাশ করবে। তার ঘোষনা অনুযায়ী আইপিএলের ওয়েবসাইট থেকে দেখা যায় বিশ্বের বর্তমান বাঘা বাঘা সব ক্রিকেটারদের পিছনে ফেলে আইপিএলের সবচেয়ে দামী খেলোয়ার কোহলি। ১৯৮১ সালে জন্মগ্রহণ করা বিরাট কোহলি ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি পেস বোলার। ২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক ছিলেন তিনি। জাতীয় দলে প্রবেশের পর থেকে কোহলি ক্রমেই একজন পরিপক্ক খেলোয়ার হিসেবে নিজের অবস্থানকে ভারতীয় ক্রিকেট দলে পাকাপোক্ত করেছেন।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ আগস্ট ২০০৮ সালে অভিষেক হয় বিরাট কোহলির। পারফর্মেন্সে ধারাবাহিকতা থাকলেও টেস্ট ক্রিকেটে ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টনে অভিষেক ঘটে। অভিষেকেই টেস্ট ক্রিকেটের মৌসুমে জ্যেষ্ঠ খেলোয়াররা ব্যার্থ হলেও বিরাট কোহলি তার প্রতিভার প্রকাশ ঘটান এবং প্রথম শতক অর্জন করেন।

বর্তমানে একদিনের আন্তর্জাতিক খেলায় ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি কোহলি সহঅধিনায়কের দায়িত্ব পালন করছেন। মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর থেকে ভারতীয় টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়েছেন পাঞ্জাবী এই ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটে সব ধরনের ক্রিকেটে নেতৃত্ব দেয়ার জায়গায় মহেন্দ্র সিং ধোনির জায়গায় ক্রমেই উঠে আসছেন বিরাট কোহলি। আশা করা যায় টোয়েন্টি ক্রিকেটেও কোহলির অধিনায়কত্ব করা সময়ের ব্যাপার মাত্র।
এবারের আইপিএলে সাবেক টেস্ট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পারিশ্রমিকেও পিছনে ফেলে দিয়েছেন কোহলি। চিন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নতুন ফ্র্যাঞ্চাইজি দল পুনের অধিনায়কত্ব করবেন। এবং এই মৌসুমের জন্য ধোনি নিবেন সারে বারো কোটি রুপি। বিরাট কোহলি পারিশ্রমিক হিসেবে ধোনির চেয়ে প্রায় আড়াই কোটই রুপি বেশি পাবেন। মৌসুম প্রতি এই খেলোয়ার নেবেন পনের কোটি রুপি। যা আইপিএলে খেলা সব ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। এতো গেলো দেশীয় খেলোয়ারদের কোটা। বিদেশী খেলোয়ারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন টিটোয়েন্টি স্পেশালিস্ট ছক্কা ম্যান খ্যাত ক্রিস গেইল।এবারের আইপিএলে সবচেয়ে দামি খেলোয়ার কোহলি এবারের আইপিএলে সবচেয়ে দামি খেলোয়ার কোহলি এবারের আইপিএলে সবচেয়ে দামি খেলোয়ার কোহলি এবারের আইপিএলে সবচেয়ে দামি খেলোয়ার কোহলি

এবারের আইপিএলে সবচেয়ে দামি খেলোয়ার কোহলি

আপনার মতামত দিন