অভিষেকেই আইরিশদের হারিয়ে চমকে দিলো ওমান
আয়ারল্যান্ডের অপর নাম জায়ান্ট কিলার। বিশ্বকাপগুলোতে বড় বড় দলকে হারিয়ে চমকে দেয়া ছিল তাদের নিয়মিত কাজ। এই প্রথম সম্ভবত আয়ারল্যান্ড বিশ্বকাপে কোনো ম্যাচ খেলতে নামলো নিজেদের জায়ান্ট বানিয়ে। আরব বিশ্বের দেশ ওমানের চেয়ে আয়ারল্যান্ড তো জায়ান্টই! আর এই প্রথম কোনো বিশ্ব আসরে খেলতে নামলো ওমান। কিন্তু আরবরা কি কখনো জানতো? তারা কী অঘটনটাই না ঘটিয়ে দিচ্ছে!
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্লে-অফ পর্বে নিজেদের বিশ্বকাপ অভিষেকেই চমক দেখিয়ে দিলো ওমান। হিমাচল প্রদেশের ধর্মশালায় আয়ারল্যান্ডের মতো শক্তিশালী দেশকে নিজেদের প্রথম ম্যাচেই ২ উইকেটে হারিয়েছে ওমান। আইরিশদের করা ৫ উইকেটে ১৫৪ রানের টার্গেট তারা টপকে গেলো ৮ উইকেট হারিয়ে ২ বল হাতে রেখেই। অভিষেকেই আইরিশদের হারিয়ে চমকে দিলো ওমান
আয়ারল্যান্ডের করা ১৫৪ রানের জবাব দিতে নেমে দুই ওপেনার জিসান মাকসুদ এবং খাওয়ার আলি ৮.৩ ওভারেই গড়ে ফেলেন ৬৯ রানের জুটি। এ সময় ২৬ বলে ৩৪ রান করে আউট হন খাওয়ার আলি। ৭৮ রানের মাথায় ৩৩ বলে ৩৮ রান করে আউট হন জিসান মাকসুদও। মূলত এই জুটি যে পথ দেখিয়ে দিয়েছে, সেটাই শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছে বাকিরা।
খুব বড় কোনো স্কোর কেউ খেলতে পারেননি। তবে, ছোট ছোট স্কোরগুলোই তাদেরকে জয় এনে দিয়েছে। বিশেষ করে শেষ দিকে ১৭ বলে ৩২ রান করে ওমানের জয়টা নিশ্চিত করেন আমের আলি। যদিও মাঝে নিয়মিত বিরতিতে কয়েকটা উইকেট পড়ে গেলে বেশ নাটকীয় পরিস্থিতিই তৈরি হয়। কেভিন ও’ব্রায়েন, অ্যান্ড ম্যাকব্রাইন এবং ম্যাক্স সোরেনসেন নেন ২টি করে উইকেট।
তার আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে আয়ারল্যান্ড। গ্যারি উইলসন সর্বোচ্চ ৩৮ রান করেন। ২৯ রান করে সংগ্রহ করেন উইলিয়াম পোর্টারফিল্ড এবং পল স্টার্লিং। অভিষেকেই আইরিশদের হারিয়ে চমকে দিলো ওমান