তাসকিন আহমেদের ফিরে আসা।

তাসকিন আহমেদের ফিরে আসা।

বাংলাদেশ ক্রিকেট টাইগারদের শেরা পেসার তাসকিন আহমেদের বোলিং নিষিদ্ধ করার সিদ্ধান্তের রিভিউ চেয়ে আইসিসির কাছে নোটিশ পাঠায় (বিসিবি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই-একদিনের মধ্যেই তাসকিনের আপিলের বিষয়ে রিভিউ শুনানি হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম‌উদ্দিন চৌধুরী সুজন। তাসকিন আহমেদের ফিরে আসা।
এর আগে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে আইসিসির কাছে একটি নোটিশ পাঠানো হয় সোমবার ২১ মার্চ বিকেলে । তবে রিভিউ প্রক্রিয়ায় খুব দ্রুত নিষেধাজ্ঞা ওঠার সম্ভাবনা অনেকটা কম। কারন এ প্রক্রিয়ায় নতুন করে পরীক্ষা দেওয়ার কিছু না থাকলেও প্রথমে এক বা একাধিক বার শুনানি হবে। সেখানে দু’পক্ষ তাদের নিজেদের যুক্তিতর্ক তুলে ধরবে। যারফলে সিদ্ধান্ত আসতে কিছুটা সময় লাগার কথা। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ এ বৈধতার সার্টিফিকেট নিয়ে তাসকিনের ফেরার সম্ভাবনাটা কম। কারণ, গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচ শেষ হবে ২৬ মার্চ।
তারপরও আশাবাদী বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। তিনি আর জানান, “যদি ফলাফল আমাদের পক্ষে আসে তাহলে দ্রুতই জানা যাবে তাসকিন আহমেদের ফেরার বেপারে। অনেক সময় একটা শুনানিতেই সমস্যার সমাধান হয়ে যায়। আমরা তাই আশা ছাড়ছি না। বিসিবির পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।” তাসকিন আহমেদের ফিরে আসা।
গত রোববার (২০ মার্চ) আইসিসির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে তাসকিনের বোলিংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন । বোলিং অ্যাকশন পরীক্ষার প্রক্রিয়াগত যে সকল ত্রুটি ছিল সেগুলা তুলে ধরে আইসিসিকে একটি মেইলও পাঠায় বিসিবি। এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত জানাবে আইসিসি- এমন আশায় ছিলেন বিসিবি সভাপতি। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তনের কোনো খবর না আসায় অপেক্ষা না করে দ্রুততম সময়ের মধ্যেই রিভিউ আবেদন করে বিসিবি। তাই এখন সঠিক ভাবে বলা যাচ্ছেনা যে তাসকিন আহমেদের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ খেলতে পারবেন কিনা

একটি মতামত

  1. jewel March 23, 2016

আপনার মতামত দিন