পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল রাশিয়া বিশ্বকাপে সুইজারল্যান্ড এর ম্যাচ দিয়ে ষষ্ট শিরোপা জয়ের মিশন শুরু করবে। চলুন দেখে নেওয়া যাক বিশ্বকাপে ব্রাজিল এর সময় সূচি।
১৭\৬\২০১৮ঃ ব্রাজিল বনাম সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১২.০০। সরাসরিঃ চ্যানেল নাইন, সনি সিরিয়াল, সনি লাইভ
২২\৬\২০১৮ঃ কোস্টারিকা বনাম ব্রাজিল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০০। সরাসরিঃ চ্যানেল নাইন, সনি সিরিয়াল, সনি লাইভ
২৮/৬/২০১৮ঃ সার্বিয়া বনাম ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১২.০০।সরাসরিঃ চ্যানেল নাইন, সনি সিরিয়াল, সনি লাইভ