গত হয়েছে আরও একটি বছর। অন্য দশটি বছরের মতো বিদায়ী বছরও যথারীতি উজ্জ্বল ছিল ক্রিকেটের ব্যাট-বলের লড়াই। যেহেতু এই বছর অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ তাই গত বছর ওয়ানডে ফরম্যাট নিয়েই আলোচনা বেশি হয়েছে। তবে বাদ যায়নি টি-টোয়েন্টি ফরম্যাটও।
টি-টোয়েন্টি ক্রিকেটে চোখ ধাঁধানো কিছু লড়াই উপহার দিয়েছে ২০১৮ সাল। এর ফলে পুরানো দেড় সাথে নতুন কিছু ক্রিকেটারও উঠে এসেছে সেরা দেড় কাতারে। তবে সার্বিক পারফরম্যান্স বিবেচনা করেই নির্বাচন করা হয়েছে বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ।
একনজরে বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ:
রোহিত শর্মা, জোস বাটলার, বিরাট কোহলি(অধিনায়ক), বাবর আজম, কলিন মানরো, গ্লেন ম্যাক্সওয়েল, আন্দ্র রাসেল, সুনীল নারাইন, রাশিদ খান, জোফরা আর্চার, জসপ্রীত বুমরাহ।
রোহিত শর্মা

রোহিত শর্মা : ১৯ ম্যাচ, ৫৯০ রান, গড় ৩৬.৮৮, শতক ২টি, অর্ধশতক ৩টি, স্ট্রাইক রেট ১৪৭.৫০।
জোস বাটলার

জোস বাটলার: ১৭ ম্যাচ, ৭৩৩ রান, গড় ৫২.৪, শতক ০টি, অর্ধশতক ৭টি, স্ট্রাইক রেট ১৫৬।
বিরাট কোহলি

বিরাট কোহলি: ১০ ম্যাচ, ২১১ রান, গড় ৩০.১৪, শতক ০টি, অর্ধশতক ১টি, স্ট্রাইক রেট ১২১.৯৭।
বাবর আজম

বাবর আজম: ১২ ম্যাচ, ৫৬৩ রান, গড় ৬২.৫৬, শতক ০টি, অর্ধশতক ৬টি, স্ট্রাইক রেট ১২৬.৫২।
কলিন মানরো

কলিন মানরো: ১২ ম্যাচ, ৫০০ রান, গড় ৪৫.৫, শতক ১টি, অর্ধশতক ৪টি, স্ট্রাইক রেট ১৭৮.৬।
গ্লেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল: ১৮ ম্যাচ, ৫০৬ রান, গড় ৩৬.১, শতক ১টি, অর্ধশতক ২টি, স্ট্রাইক রেট ১৪৩.৮।
আন্দ্র রাসেল

আন্দ্র রাসেল: ২০ ম্যাচ, ৬০০ রান, স্ট্রাইক রেট ১৮০ এবং ৩০ টির বেশি উইকেট নেন।
সুনীল নারাইন

সুনীল নারাইন: ১৮৯.৮৯ স্ট্রাইক রেটে ৩৫৭ রান সংগ্রহ করেন এবং ১৭ টির বেশি উইকেট নেন।
রাশিদ খান

রাশিদ খান: ২২ উইকেটের পাশাপাশি ২২৪ রান সংগ্রহ করেন।
জোফরা আর্চার

জোফরা আর্চার: তারকা এই বোলার ২২ উইকেট নিয়ে জায়গা করে নিয়েছে সেরাদের তালিকায়।
জসপ্রীত বুমরাহ

জসপ্রীত বুমরাহ: ২১৬ রানের বিনিময়ে ৮ উইকেট সংগ্রহ করেছে এই বোলার।