আসন্ন ২০১৯ সালের কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে ব্রাজিলে। ১৪ জুন থেকে শুরু হবে এবারের কোপা আমেরিকা। মেগা এই আসরকে সামনে রেখে সম্পূর্ণ হয়েছে কোপা আমেরিকার আনুষ্ঠানিক ড্র।
১৯৯৩ সাল থেকে ট্রফির মুখ না দেখা আর্জেন্টিনা পড়েছে গ্রুপ অব ডেথে। গ্রুপ ‘বি’-তে আর্জেন্টিনার সঙ্গে খেলবে শক্তিশালী কলম্বিয়া ও প্যারাগুয়ে। ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতারও রয়েছে এই গ্রুপে। অপরদিকে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে স্বাগতিক দল ব্রাজিল। গ্রুপ ‘এ’-তে ব্রাজিলের সঙ্গে রয়েছে লাতিন আমেরিকা মাঝারি মানের দল ভেনেজুয়েলা, পেরু ও বলিভিয়া।
একনজরে দেখে নেওয়া যাক কোন দল কোন গ্রুপে:
গ্রুপ এ | গ্রুপ বি | গ্রুপ সি |
ব্রাজিল | আর্জেন্টিনা | চিলি |
পেরু | কলম্বিয়া | উরুগুয়ে |
বলিভিয়া | প্যারাগুয়ে | জাপান |
ভেনেজুয়েলা | কাতার | একুয়েডর |