প্রতিদিন নতুন রূপ নিচ্ছে এবারের বিপিএল। আস্তে আস্তে জমে ওঠেছে চলমান বিপিএলের পয়েন্ট তালিকার লড়াই। প্রথম দল হিসাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্লে-অফ নিশ্চিত করার পর প্লে-অফ পর্ব নিশ্চিত করেছে রংপুর রাইডার্সও।
সেমিফাইনালের আদলে শেষ চারের লড়াইয়ে রংপুর-কুমিল্লার সঙ্গী হচ্ছে কারা এ নিয়ে রয়েছে এখনো ধোঁয়াশা। টুনামেন্ট থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে খুলনা টাইটান্স। তাই এখন চিটাগং ভাইকিংস, ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্সের সামনে এখনো সুযোগ রয়েছে প্লে-অফ নিশ্চিত করার।
একনজরে দেখে নেওয়া যাক চলমান বিপিএলের পয়েন্ট টেবিল:
দল | ম্যাচ | জয় | পরাজয় | পয়েন্ট | রান রেট |
রংপুর রাইডার্স | ১১ | ৭ | ৪ | ১৪ | ০.৬৯ |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ১০ | ৭ | ৩ | ১৪ | ০.৪৯৫ |
চিটাগং ভাইকিংস | ১০ | ৬ | ৪ | ১২ | -০.২৬১ |
ঢাকা ডায়নামাইটস | ৯ | ৫ | ৪ | ১০ | ১.১২৭ |
রাজশাহী কিংস | ১১ | ৫ | ৬ | ১০ | -০.৬৩৪ |
সিলেট সিক্সার্স | ১০ | ৪ | ৬ | ৮ | ০.০২৭ |
খুলনা টাইটান্স | ১১ | ২ | ৯ | ৪ | -১.১৬৫ |