ধ্বংস হয়ে যাচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট!

কিছুদিন আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু নিজের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তারপর হাথুরুসিংহে দায়িত্ব গ্রহণ করেন নিজ জন্মভূমি লঙ্কান ক্রিকেট দলের। তিনি শ্রীলঙ্কান দলের দায়িত্ব নেয়ার পর থেকেই আস্তে, আস্তে ম্যাচ জয়ের স্বাদ ভুলতে বসেছে লঙ্কান ক্রিকেট দল।

চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত সব ফরম্যাট মিলে মোট ৪৩টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। যার মধ্যে হেরেছে ২৫টিতে এবং জয়লাভ করেছে মাত্র ১৪টি ম্যাচে।

সাম্প্রতিক সময়ে এমন নাস্তানাবুদ পারফরম্যান্সের কারণে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর আশা করাই ছেড়ে দিয়েছেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার (অধিনায়ক) মারভান আতাপাত্তু।

গতকাল ভারতীয় সংবাদমাধ্যমের মুখমুখি হয়ে আতাপাত্তু বলেন, ‘সত্যি কথা বলতে আমি হয়তো বলতে পারতাম আমরা খারাপ সময়ের মধ্যে আছি। কিন্তু বাস্তবতা হলো আপনি যখন অন্ধকার সুড়ঙ্গে থাকেন তখন সামনেই আলোকছটা দেখতে পান। কিন্তু যেভাবে আমাদের ক্রিকেট এগুচ্ছে তাতে করে আমি সামনে ঘোর অন্ধকারব্যতীত কিছুই দেখতে পারছি না।’

ঠিক কি কারণে এমনটা মনে করছেন তার ব্যাখায় তিনি জানান, ‘এমনটা হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। সমস্যাগুলো দলের মধ্যে রয়েছে, অথবা দলের বাইরে থেকে আসছে। সবসময় পরিকল্পনা সঠিক হচ্ছে না। আবার কিছু সময় দেখা যাচ্ছে বাইরে থেকে কতিপয় ব্যক্তি ক্রিকেট বোর্ডে ঢুকতে তদবির চালাচ্ছে। এদের সবার আবার আলাদা এজেন্ডা রয়েছে। আমি মনে করি আপনার কাছে কোটি কোটি পরিকল্পনা থাকতে পারে, তবে সেগুলো বাস্তবায়ন করতে হলে সঠিক জায়গায় জানাতে হবে। আজকে কিছু করে আগামীকালকেই যদি বলতে হয় যে কাজটা ভালো হয়নি, তাহলে আমি বলবো এটা কোনো ভালো লক্ষণ নয়।’

আপনার মতামত দিন