পেস বোলিং অলরাউন্ডার নিয়ে আক্ষেপ মাশরাফির

রংপুর দলে যদি একজন ভালো মানের পেস বোলিং অলরাউন্ডার থাকতো এই আক্ষেপ নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল মাশরাফি। মাশরাফির দল বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে বিদায় নেওয়ার পরেও তার কণ্ঠে একই আক্ষেপ।

এবারের টুর্নামেন্টে শুরুটা একদমই ভালো হয়নি গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের। তবে টুর্নামেন্টের মাঝ পথে রাইডার্স শিবিরে এবি ডি ভিলিয়ার্স যোগ দেওয়ার পরে জয়রথে চেপে বসে রংপুর। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ করে প্রাথমিক পর্ব। তবে দলের সব থেকে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় হেলস ও ডি ভিলিয়ার্স নিজ, নিজ দেশে ফিরে গেলে দলের শক্তি কমে যাই অনেকটাই। ফলসরূপ দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে বিদায় নেয় গতবারের চ্যাম্পিয়নরা।

রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফির মতে বিপিএল থেকে ছিটকে যাওয়ার প্রধান কারণ দলের সমন্বয়।

দলের সমন্বয় নিয়ে ম্যাচ শেষে মাশরাফি বলেন, “টিম ব্যালেন্সের জায়গায় সব সময়ই অভাব ছিল। সেটা শুরু থেকেই। আগের বছরও ছিল। সেবার সোহাগ গাজী, জিয়াউর রহমান, ওরা ওপেন করেছে। আমি তিনে খেলেছি। একই সমস্যা এবারও হয়েছে। অন্যান্য টিমে আফ্রিদি, থিসারা সাতে-আটে নেমেছে, আমাদের সেই সুযোগ নেই। আমাদের সাতে-আটে আমি, ফরহাদ রেজা খেলেছি। এটা বড় সমস্যা।”

“যতক্ষণ এবি, হেলস ছিল ততক্ষণ আমরা ম্যানেজ করতে পেরেছি টপে। ওরা চলে যাওয়ার পর সমস্যা হয়েছে। বিদেশি একজন অলরাউন্ডার যদি থাকতো তাহলে সুবিধা হতো। যেমন ব্রাভো বা রাসেল। ওদের বোলিং টপ কোয়ালিটি, ব্যাটিংও।”

রংপুর দলে স্পিন বিভাগ নিয়েও আক্ষেপ ঝরে মাশরাফির কণ্ঠে তিনি বলেন, “আরেকটা জিনিস, আমাদের স্পিন বিভাগ আমাদের সেরা সাফল্য এনে দিতে পারেনি। অন্যান্য টিমে করেছে। আমাদের পেস বোলিং আক্রমণ নিয়ে আমরা এগিয়েছি। অন্যান্য দলে স্পিনাররা এ ধরণের উইকেটে অনেক কিছু করেছে। আমাদের হয়নি। যেটা আমাদের বড় ঘাটতি ছিল।”

আপনার মতামত দিন