আগামী ১৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে এবারের বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। বাংলাদেশের একমাত্র এই চ্যানেলে দেখা যাবে দুই দলের মধ্যকার সবগুলো খেলা। চ্যানেল নাইনে খেলা দেখানো বিষয়টি নিশ্চিত করেছে চ্যানেল নাইনের একজন মুখপাত্র। এই সিরিজের প্রতিটি ম্যাচেই শুরু হবে বাংলাদেশ সময় ভোর রাতে।
শুধু সরাসরি সম্প্রচারই নয় ওয়ানডে এবং টেস্টের খেলা ঐ দিন সন্ধ্যা ৬টা থেকে পুনঃপ্রচারও করবে বেসরকারি এই চ্যানেলটি।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি:
তারিখ | খেলা | সময় |
১৩ ফেব্রুয়ারি, | প্রথম ওয়ানডে, নেপিয়ার | সকাল ৭টা |
১৬ ফেব্রুয়ারি | দ্বিতীয় ওয়ানডে, ক্রাইস্টচার্চ | ভোর ৪টা |
২০ ফেব্রুয়ারি | তৃতীয় ওয়ানডে, ডানেডিন | ভোর ৪টা |
২৮ ফেব্রুয়ারি | প্রথম টেস্ট, হ্যামিল্টন | ভোর ৪টা |
৮ মার্চ | দ্বিতীয় টেস্ট, ওয়েলিংটন | ভোর ৪টা |
১৬ মার্চ | তৃতীয় টেস্ট, ক্রাইস্টচার্চ | ভোর ৪টা |