আগামীকাল ১৩ই ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ। আসন্ন এই সিরিজে অস্ট্রেলিয়ার সঙ্গে রেটিং পয়েন্ট কমানোর সুযোগ রয়েছে টাইগারদের সামনে।
বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম ইস্থানে অবস্থান করছে। অপরদিকে ১১১ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের অবস্থান চার নম্বরে। নিউজিল্যান্ডকে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হারাতে পারলে ৪ রেটিং পয়েন্ট যুক্ত হবে বাংলাদেশ দলের। এর ফলে ৪ রেটিং পয়েন্ট হারাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে তাহলে ২ রেটিং পয়েন্ট পাবে বাংলাদেশ। অন্যদিকে ২ রেটিং পয়েন্ট হারাবে নিউজিল্যান্ড। কিন্তু বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে তাহলে রেটিং পয়েন্টের পরিবর্তন হবে না কোনো দলেরই।
অপরদিকে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হরে তাহলে ৩ রেটিং পয়েন্ট হারাবে বাংলাদেশ দল। একই কারণে নিউজিল্যান্ডের যোগ হবে ১ রেটিং পয়েন্ট। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০০ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান ৬ নম্বরে। সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সঙ্গে রেটিং পয়েন্টের ব্যাবধান কমাতে পারবে না বাংলাদেশ।
নতুন ওয়ানডে র্যাঙ্কিং:
| টিম | পয়েন্ট | রেটিং পয়েন্ট |
| ইংল্যান্ড | ৬৯১৮ | ১২৬ |
| ভারত | ৮০৫৮ | ১২২ |
| দক্ষিণ আফ্রিকা | ৫৫৪৫ | ১১১ |
| নিউজিল্যান্ড | ৫৬৪৫ | ১১১ |
| পাকিস্তান | ৪৮৭২ | ১০২ |
| অস্ট্রেলিয়া | ৪২৯০ | ১০০ |
| বাংলাদেশ | ৩৬০৮ | ৯৩ |
| শ্রীলঙ্কা | ৪৪২৬ | ৭৮ |
| ওয়েস্ট ইন্ডিজ | ২৮৯৯ | ৭২ |
| আফগানিস্তান | ২৩৯৪ | ৬৭ |
| জিম্বাবুয়ে | ২৪৯৭ | ৫২ |
| আয়ারল্যান্ড | ৯০৪ | ৩৯ |
| স্কটল্যান্ড | ৫৩৫ | ৩৩ |
| সংযুক্ত আরব আমিরাত | ২৬৩ | ১৫ |
| নেপাল | ১৫২ | ১৫ |


