বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

প্রতিবারের মতো এবারও কিউই সফরের শুরুটা হলো হার দিয়ে। প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

নেপিয়ারে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহন করে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু ইনিংসের শুরুতেই ৬ বলে ৫ রান করে ফিরে যান দেশ সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। তারপর দ্রুত বিদায় নেন লিটন দাসও। ভালো খেলতে থাকা সৌম্য সরকারও ফিরে যাই দ্রুত। আউট হওয়ার আগে ২২ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৩০ রান করেন তিনি।

মাত্র ৪২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে পথ দেখান মিঠুন। রিয়াদ, সাব্বির, মিরাজ ,সাইফউদ্দিনের সাথে ছোট, ছোট পার্টনারশিপে দলকে লজ্জার হাত থেকে বাঁচান তিনি। মিঠুনের ৬২ রানে ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় সর্বমোট ২৩২ রান।

মাঝারি মানের সংগ্রহ নিয়ে কোনো প্রকার প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। গাপটিলের সেঞ্চুরিতে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৩২/১০ (তামিম ৫, লিটন ১, সৌম্য ৩০, মুশফিক ৫, মিঠুন ৬২, মিরাজ ২৬, সাইফউদ্দিন ৪১, মাশরাফি ৯*, মুস্তাফিজ ০; হেনরি ২/৪৮, বোল্ট ৩/৪০, ফার্গুসন ২/৪৪, ৩/৪৫, নিশাম)

নিউজিল্যান্ড: ২৩৩/২ (গাপটিল ১১৭, নিকোলস ৫৩, টেইলর ৪৫; মিরাজ ১/৪২, মাহমুদউল্লাহ ১/২৭)

আপনার মতামত দিন