২০১১ সালে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর। তার বয়সও এখন ৪৩। এত বড় বিরতি দিয়ে এই বয়সে শোয়েব আখতার ঘোষণা দিয়েছে তিনি অবসর ভেঙে ফিরে আসবে। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নিজেই যখন বলেছে তখন তো নতুন করে ভাবতেই হবে!
আজ বিশ্ব ভালোবাসা দিবস। আজকেই শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। শোয়েব আখতার ঘোষণা করেছে ১৪ ফেব্রুয়ারিই গতির ঝড় তুলতে তিনি আবার ফিরে আসছেন। কিংবদন্তি এই পেসার তাহলে কি পিএসএল দিয়েই ফিরবে? তবে বিষয়টি এখনও পরিষ্কার করে জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আজকের ছেলেরা মনে করে, তারা ক্রিকেটের অনেককিছু জানে এবং তারা আমার বোলিং স্পিডকে চ্যালেঞ্জ করতে পারে। তাই গতি কাকে বলে, তা দেখাতে আমি আবার ফিরে আসছি।’ এই কথার সাথে তিনি আরো যোগ করেন, ‘আমি লিগও খেলব। তাই সাবধান।’
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আরও বলেন, ‘১৪ ফেব্রুয়ারি হল সেই দিন। তাই তোমাদের ক্যালেন্ডারে ওই দিনটায় দাগ দিয়ে রাখো। আমিও আসছি এবার লিগ খেলতে। গতি কি, তা বাচ্চাদের জানা দরকার।’
শোয়েব আখতারের টুইটের প্রতিক্রিয়া জানতে গিয়ে কিংবদন্তি পেস বোলার ওয়াসিম আকরাম বলেন, ‘শইবি… সত্যিই এটা হচ্ছে? তুমি ফিরছ? আজকের ছেলেরা তোমার তেজকে একটু ব্যবহার করতে পারে।’
শুধু ওয়াসিম আকরাম নয় শোয়েব আখতারের টুইটের প্রতিক্রিয়া জানিয়েছে বর্তমান পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য শোয়েব মালিকও। শোয়েব মালিক বলেন, ‘দুর্দান্ত সময় শোয়েব ভাই। তুমি ফিরে এসো। দেখাও তেজ কাকে বলে। আমাদের কিংবদন্তি ফিরে আসছে, তর সইছে না।’