সামনে যেহেতু বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এবং জমজমাট আসর ওয়ানডে বিশ্বকাপ। তাই বিশ্বকাপকে ঘিরে নানা ধরণের জ্বল্পনা-কল্পনার শেষ নেই। কে কে জায়গা পাবে বিশ্বকাপ দলে, কবে ঘোষণা করা হবে বিশ্বকাপ দল। কেউ কেউ আবার নিজের মতো করে তৈরি করে ফেলছেন পছন্দের দলের সেরা একাদশ।
গতকাল মিরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে বিসিবি আয়োজন করে বিশেষ প্রদর্শনী ম্যাচ। এই ম্যাচ দেখতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশ দলে কে কে থাকতে পারে তার একটা রূপরেখা দাঁড় করিয়ে দিয়েছেন।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ দলের সাত নম্বর পজিশনে কে খেলতে পারে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাত নম্বরে যদি দেখেন কে কে আছে, সাইফুদ্দিন আছে, মিরাজ আছে,সাব্বির আছে। আবার সৌম্য অনেক সময় নিচে নামতে পারে। কে খেলছে সেটা আমি এখনো জানি না। যদি ধরেন তামিম আর লিটন যদি ওপেন করে তাহলে তিন নম্বরে সাকিব খেলার সম্ভাবনা খুব বেশি। ও ওখানে খেলতে চায়। চারে তো মুশফিক। পাঁচে মিঠুন বা এ রকম কেউ একজন। ছয়ে রিয়াদ। সাতে তখন সৌম্য আসতে পারে। এছাড়া আছে সাব্বির। এখন সাব্বির আছে, সাইফুদ্দিন আছে। কারণ তিন পেসার তো খেলাবে। মোস্তাফিজ আর মাশরাফি তো কনফার্ম। আরেকটা পজিশনের জন্য রুবেল আছে। তাসকিন আছে। একটা স্পিনার যদি খেলাতে হয় মিরাজকে নিতে হয়। এর বাইরে কি থাকতে পারে। এর বাইরে মোসাদ্দেক থাকতে পারে। আরেকটা পেসার নেওয়ার আমি কোন কারণ দেখি না। ব্যাটসম্যান হিসেবে সাত-আটের কথা ভাবলে মোসাদ্দেক আসতে পারে। আর তো জায়গা দেখি না। ওপেনার তো অলরেডি তিনজন আছেই। ওখানে চতুর্থ ওপেনার নেওয়ার কারণ নেই। চার-পাঁচ-ছয় বুকড।’
একনজরে বিসিবি সভাপতির মতে বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ এবং মোসাদ্দেক সৈকত।