ত্রিদেশীয় সিরিজ শুরু হওয়ার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৮৮ রানের বিশাল ব্যাবধানে পরাজয় বরণ করে বাংলাদেশ ক্রিকেট দল। বিশাল এই হারের কারণ হিসাবে ভালো খেলতে না পারা বলে মনে করেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।

গতকাল দ্যা হিলস ক্রিকেট মাঠে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩০৮ রানের পাহাড় সমান সংগ্রহ দাঁড় করে স্বাগতিক আয়ারল্যান্ড উলভস। জবাবে ২১৯ রানেই অলআউট হয়ে যায় টিম বাংলাদেশ। তবে লিটন দাসের মতে এই উইকেটে তিন শতাধিক রান করা খুব কঠিন ছিল না।
নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে লিটন দাস বলেন, ‘উইকেট এবং মাঠ অনুযায়ী ৩০০ খুব বেশি রান ছিল না। আমরা ভালো ক্রিকেট খেলিনি তাই হেরেছি। জিততে পারলে প্রস্তুতিটা আরও ভালো হতো। তবে সব মিলিয়ে খারাপ হয়নি।’
বরাবরের মতো এবারও উইকেটে থিতু হয়ে গিয়ে শেষ পর্যন্ত নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন লিটন দাস। ৩৯ বলে ২৬ রান করে পিটার চেজের বলে নীল রকের তালুতে বন্দী হয়ে সাজঘরে ফেরেন তিনি। নিজের আউটের ব্যাখ্যায় লিটন দাস বলেন, ‘যেহেতু ছোট মাঠ। ছয় মারার চেষ্টা করেছি। তখন মিসহিট হওয়ার চান্স থাকে।’