আগামী ৩০ মে শুরু হবে এবারের ক্রিকেট বিশ্বকাপ। এবারের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে। ১০টি দল অংশগ্রহণ করবে এবারের বিশ্বকাপে। সর্বমোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০১৯ বিশ্বকাপে। এবারের বিশ্বকাপের খেলা হবে মোট ১১টি ভেন্যুতে। আসুন একনজরে দেখে নেওয়া যাক এবারের বিশ্বকাপ ভেন্যুগুলো..
দি ওভাল, লন্ডন: ১৮৪৫ সালে নির্মিত হয় স্টেডিয়ামটি। মাঠটির দর্শক ধারণক্ষমতা মোট ২৩,৫০০ জন। এবারের বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠটিতে।
ট্রেন্ট ব্রিজ, নটিংহাম: ১৮৪১ সালে নির্মিত হয় স্টেডিয়ামটি। মাঠটির দর্শক ধারণক্ষমতা মোট ১৫,৩৫০ জন। এবারের বিশ্বকাপে বাংলাদেশের একটি ম্যাচসহ মোট পাঁচটি ম্যাচ হবে এই মাঠে।
কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টল: ১৮৮৯ সালে নির্মিত হয় স্টেডিয়ামটি। মাঠটির দর্শক ধারণক্ষমতা প্রায় ১৫,০০০ জন। এবারের বিশ্বকাপের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মাঠটিতে।
দ্য কুপার কাউন্টি গ্রাউন্ড, টন্টন: ১৮৮২ সালে নির্মিত হয় স্টেডিয়ামটি। মাঠটির দর্শক ধারণক্ষমতা মোট ৬,৫০০ জন। এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটাসহ মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে টন্টনে।
দ্য রোজ বোল, সাউথাম্পটন: ২০০১ সালে নির্মিত হয় স্টেডিয়ামটি। মাঠটির দর্শক ধারণক্ষমতা মোট ৬,৫০০ জন। এবারের বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে।
ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার: ১৮৫৭ সালে নির্মিত হয় স্টেডিয়ামটি। মাঠটির দর্শক ধারণক্ষমতা মোট ১৯,০০০ জন। এবারের বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে।
এজবাস্টন, বার্মিংহাম: ১৮৮২ সালে নির্মিত হয় স্টেডিয়ামটি। মাঠটির দর্শক ধারণক্ষমতা মোট ২১,০০০ জন। ভারত বনাম বাংলাদেশ ম্যাচসহ এবারের বিশ্বকাপের গ্রুপপর্বের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে।
হেডিংলি, লিডস: ১৮৯০ সালে নির্মিত হয় স্টেডিয়ামটি। মাঠটির দর্শক ধারণক্ষমতা মোট ১৭,০০০ জন। এবারের বিশ্বকাপের মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে।
রিভারসাইড গ্রাউন্ড, ডারহাম: ১৯৯৫ সালে নির্মিত হয় স্টেডিয়ামটি। মাঠটির দর্শক ধারণক্ষমতা মোট ৫০০০ জন। এবারের বিশ্বকাপের মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে।
সোফিয়া গার্ডেন, কার্ডিফ: ১৯৯৫ সালে নির্মিত হয় স্টেডিয়ামটি। মাঠটির দর্শক ধারণক্ষমতা মোট ৫,৫০০ জন। এবারের বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে এই মাঠে। এ ছাড়া আরো তিনটি ম্যাচ হবে এখানে।
দ্য লর্ডস, লন্ডন: ‘ক্রিকেটের মক্কা’ খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড নির্মিত হয় ১৮১৪ সালে। মাঠটির দর্শক ধারণক্ষমতা মোট ৩০,০০০ জন। গ্রুপপর্বের বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ ছাড়াও আরো তিনটি ম্যাচ হবে এই মাঠে। ঐতিহাসিক এই মাঠেই এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।