বিশ্বকাপে দলের প্রয়োজনটাই প্রধান লক্ষ্য মিরাজের

আর মাত্র কিছু দিন পরেই শুরু হবে এবারের ক্রিকেট বিশ্বকাপ। প্রথমবারের মত বাংলাদেশ জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়াতে বেশ উচ্ছ্বাসিত তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এরই মধ্যে ঠিক করে ফেলেছে বিশ্বকাপের লক্ষ্য। বরাবরের মত দলের চাওয়াকেই গুরুত্ব দিচ্ছেন মিরাজ।

জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার আগে যুবাদের বিশ্বকাপ খেলেছেন মেহেদী হাসান মিরাজ। শুধু তাই নয় যুবদের বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তবে বাংলাদেশ দলের হয়ে ক্রিকেটের সব থেকে বড় আসর ওয়ানডে বিশ্বকাপে খেলার রোমাঞ্চ কাজ করছে মিরাজের মধ্যে। আসন্ন বিশ্বকাপের জন্য ব্যাটিংয়ের থেকে বোলিংটাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন মিরাজ।

প্রথম বিশ্বকাপ খেলা প্রসঙ্গে মিরাজ জানান, “আসলে সবারই স্বপ্ন থাকে যে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলা। যুব বিশ্বকাপে খেলার জন্য কিন্তু একটা ফিক্সড বয়স থাকে তবে এই বিশ্বকাপ খেলা সবারই স্বপ্ন থাকে। চেষ্টা থাকবে যেন বিশ্বকাপে ভালো কিছু করতে পারি দলের জন্য।”

বিশ্বকাপে নিজের লক্ষ্যের ব্যাপারে মিরাজ বলেন, “এটা ছাড়া তেমন কোন ব্যক্তিগত কোন লক্ষ্য ঠিক করি নি। দলের প্রয়োজনে যতটুকু অবদান রাখা যায়। দল সবসময়ই বোলিংটা একটু ভালো এবং ব্যাটিংয়ে ১৫-৩০ রান আশা করে। এটাই চেষ্টা করছি যে দলের প্রয়োজনে কতটুকু দিতে পারি। গত ম্যাচেও এভাবেই করেছি। চেষ্টা করছি বিশ্বকাপেও যেন একই প্রস্তুতি নিয়ে যেতে পারি।”

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে কাজে দেবে বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, “বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য ত্রিদেশীয় সিরিজ খেলছি হয়ত পুরোপুরি একই কন্ডিশন নয় কিন্তু প্রস্তুতিটা আমরা ভালো নিতে পারছি।”

আপনার মতামত দিন