এই অবস্থায় শ্রীলঙ্কা সফর প্রশ্নই আসে না

আসন্ন ক্রিকেট বিশ্বকাপের পরেই শ্রীলঙ্কা সফর করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু শ্রীলঙ্কার বর্তমান অবস্থা ভাবাচ্ছে বিসিবিকে। এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন এই অবস্থায় শ্রীলঙ্কা সফর প্রশ্নই আসে না!

কিছু দিন আগে ইস্টার সানডের সময় শ্রীলঙ্কার গির্জায় সন্ত্রাসী হামলা হয়।পরে ঐ হামলার দায় স্বীকার করে আইএস। এতে নিয়ত হন অনেক মানুষই।শুধু তাই নয় আরো হামলার আশঙ্কা রয়েছে শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কার সংকট পূর্ণ এই মুহূর্তে তাদের দেশের মাটিতে সিরিজ খেলার সম্ভবনা রয়েছে টাইগারদের। তবে শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির কারণে সেই সিরিজ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিশ্বকাপের পরে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সম্ভবনা উড়িয়েই দিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তিনি বলেন, “শ্রীলঙ্কা নিয়ে সমস্যা একটাই, ওদের দেশের যে পরিস্থিতি, তাতে আমাদের দল এখন ঐখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা এটা দেখছি। আমাদের তাদের সাথে যে প্ল্যান প্রোগ্রাম ছিল। সিনিয়র বা জুনিয়র টিমকে ওরা দাওয়াত দিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট লিগ চালু করবে সেখানেও দাওয়াত দিয়েছে। সব কিছুই চলছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে এখন পরিস্খিতি যা, তাদের এখানে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। শুধু বাংলাদেশ না, মনে হয় না কোনো দলই ওখানে খেলবে।”

আসন্ন বিশ্বকাপের পরে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল না-গেলেও পরবর্তীতে অবস্থার পরিবর্তন হলে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ দল? এই প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেন, “এটার চেয়ে বড় কথা হচ্ছে ওদের দেশ থেকে স্বয়ং প্রেসিডেন্ট এখনও বলছে. এখানে আবারও হামলা হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু ওরাই বলছে হামলা হওয়ার সম্ভাবনা আছে, কাজেই এ মুহূর্তে ট্যুর হওয়ার সম্ভাবনা নেই। যদি পরিস্থিতি সব শান্ত হয় এবং তারা যদি আশ্বস্ত করে যে সব ঠিক আছে। আর আমাদের সিকিউরিটি যদি ছাড়পত্র দেয়। তবে দেখা যাবে।”

আপনার মতামত দিন