ফাইনাল নিশ্চিত হলেও কোনো ছাড় দেবে না বাংলাদেশ, বললেন অধিনায়ক

ত্রিদেশীয় সিরিজের প্রথম তিন ম্যাচের দুই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল অপর ম্যাচটি বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত। সবমিলিয়ে তিন ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও নিশ্চিত করেছে মাশরাফি বাহিনী।

টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হলেও গ্রুপ পর্বের আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচটি এখনো বাকি বাংলাদেশ দলের। আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ হলেও কোনো ছাড় দেবে না বাংলাদেশ। সিরিজের অন্য ম্যাচ গুলোর মত এই ম্যাচেও দেওয়া হবে সমান গুরুত্ব বলেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুন এক জয়ের পরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘যেভাবে আমরা জিতলাম, স্বস্তিদায়ক। আমি মনে করি বোলিংটা বেশ ভালো হয়েছে। তবে শুরুটা তেমন হয়নি। সৌভাগ্যবশত আমরা ব্রেকথ্রু পেয়েছি। মাঝের ওভারে মোস্তাফিজ ভালো করেছে। সাকিব এবং মিরাজও। ফাইনালে পৌঁছানোটাই মূল ব্যাপার। ছেলেরা এখন খানিক স্বস্তিতে আছে। তবে এখনো দুই ম্যাচ, আমরা ছাড় দেবো না। দেখা যাক ফাইনালে কী হয়।’

আপনার মতামত দিন