বাংলাদেশ ক্রিকেট দলের মূল স্কোয়াডে ইমরুল কায়েস জায়গা পায় কালে ভদ্রে। এরপর দলের কেউ ইনজুরিতে পড়লে ডাক পড়ে ইমরুল কায়েসের। এক দেশ থেকে অন্য দেশে উড়াল দিতে হয় হুট করেই। এ-ই যেন ইমরুল কায়েসের নিয়তি। কিছু দিন আগে তিনি জানিয়েছিলেন বাংলাদেশ দলের সাথে যোগ দিতে একটি ব্যাগ তার প্রস্তুতই থাকে সব সময়।
আসন্ন বিশ্বকাপের জন্য যেদিন স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট দল সেই দিন থেকেই শুরু হয়েছে ইমরুল কায়েসের বাদ পড়া নিয়ে নানান রকম সমালোচনা। কিছুটা দুর্ভাগ্যও বটে ইমরুল কায়েসের কেননা ফর্মে থাকা সত্ত্বেও দলে ডাক পাননি তিনি। তবে দুর্ভাগ্য বসত দলের কোনো ব্যাটসম্যান চোট পেলে ইমরুলকেই সবার আগে ডাকা হবে- এটাও জানা কথা তার।
গতকাল সংবাদমাধ্যমের সাথে আলাপকালে ইমরুল জানিয়েছেন যদি দলের জন্য ডাক আসে তাহলে তিনি প্রস্তুত আছেন। সেক্ষেত্রে দলের প্রয়োজনে যেকোনো পজিশনেই ব্যাট করতে আপত্তি নেই তার। এই বিষয়ে বাঁহাতি ওপেনার ইমরুল আরো জানান, ‘না, আমার কোনো সমস্যা নেই। এশিয়া কাপে খেলেছিলাম হঠাৎ করে গিয়ে, এটা আমিও জানি সবাই জানে। এটা আসলে কঠিন ছিল। তার আগে আমি প্রায় ৬ মাস আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। যদি সুযোগ আসে যেকোনো কন্ডিশনে যে কোনো পরিস্থিতিতে খেলার জন্য টিম আমাকে মনে করে আমি প্রস্তুত। সমস্যা নেই।’
ক্যারিয়ারে অনেকবারই সিরিজের মাঝপথে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের সঙ্গে। এই রকম পরিস্থিতিতে কি-রকম অনুভূতি হয় ইমরুল কায়েসের? ভালো নাকি খারাপ? নাকি আবার প্রত্যাশার চাপ বয়ে বেড়ান তিনি? এই প্রসঙ্গে ইমরুল বলেন, ‘যদি বলেন তা-ই, আসলে তা-ই। একটা জায়গায় কেউ যখন আসা-যাওয়ার মধ্যে থাকে তখন অনেক কিছু দেখা যায়, ওই জায়গা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। আমার ক্ষেত্রে হয়তো ওটাই। যখন দলের বাইরে থাকি অনেককিছু শিখি, অনেক কিছু উপলব্ধি করতে পারি। আবার যখন দলে যাই ওই জিনিসটা প্রয়োগ করতে পারি। তো মনে হয় যে, এটা আমার কাছে আর খারাপ লাগে না, ভালোই লাগে।’