আর অল্প কিছুদিন পরেই মাঠে গড়াবে আসন্ন ক্রিকেট বিশ্বকাপ। এই মধ্যে বিশ্বকাপ নিয়ে ভক্ত সমর্থকদের মাঝে বেশ উত্তেজনা ছড়িয়ে পরেছে চারিদিকে। গলির মোড়ের চায়ের দোকান থেকে শুরু করে বন্ধুদের আড্ডায় সব জায়গাতেই চলছে বিশ্বকাপ নিয়ে নানা ধরণের আলোচনা। বিশ্বকাপে কোন দল কেমন করবে, কোন প্লেয়ার কেমন খেলবে, বাংলাদেশ দল কতদূর যাবে? আরো কত কিছু নিয়ে চলছে তর্ক-বিতর্ক। সম্প্রতি এই আলোচনায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও হালের জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া।
অন্য সকল ক্রিকেট বিশ্লেষণকারীর মত আকাশ চোপড়াও করছেন বিশ্বকাপের দল গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ। এবার বাংলাদেশ দল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে তিনি জানিয়েছেন বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাবনা কতটুকু এবং কত দূর যেতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল।
আকাশ চোপড়ার মতে বিশ্বকাপের ৩ সেমিফাইনালিস্ট হবে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বাকি দলটি হবে বাংলাদেশ। এই ব্যাপারে তিনি জানান, ”বাংলাদেশ হবে আমার চতুর্থ দল। নিউজিল্যান্ডও কড়া লড়াই করবে এই স্পটের জন্য। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাও পিছিয়ে থাকবেনা। তবে আমি বাংলাদেশকে এগিয়ে রাখবো“।
এই প্রসঙ্গে আকাশ চোপড়া আরো বলেন, ”এই দলের এক্স ফ্যাক্টর মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান।তাদের উপর নির্ভর করবে বাংলাদেশ কতদূর যাবে এই বিশ্বকাপে। মাহমুদুল্লাহর আরো উপরে ব্যাট করা উচিত যে আইসিসি ইভেন্টে ভালো করেছে। কমপক্ষে ৫ এর মাঝেই তার ব্যাট করা উচিত“।
বাংলাদেশ ক্রিকেটের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ মেহেদি হাসান মিরাজের প্রশংসা করে আকাশ চোপড়া বলেন, ”মেহেদি হাসান খুব ভালো একজন খেলোয়াড়। ভালো স্পিন বোলিং করে থাকে, তার একশন আমার বেশ পছন্দ। এছাড়া ব্যাটিংও ভালো করে থাকে। একজন টু ডাইমেনশনাল খেলোয়াড় সে“।
বাংলাদেশ দলের অন্যতম শক্তির জায়গা অধিনায়ক মাশরাফি বলে জানিয়েছেন আকাশ চোপড়া। মাশরাফিকে নিয়ে আকাশ বলেন, ”মাশরাফি এই দলের নেতা। তার পেস অবশ্য কমে গিয়েছে দুই হাটুর অপারেশনের পর তবে মনের মাঝে কিছু করার স্পৃহা দিয়ে যদি কেউ কিছু করতে পারে তাহলে সে হচ্ছে মাশরাফি। তার মাঝে অনুপ্রেরণার কোন অভাব নেই। মাশরাফি উইকেটও নিয়ে থাকেন, রানও আটকিয়ে থাকেন। সব মিলিয়ে একজন সেরা খেলোয়াড় মাশরাফি“।