২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে হামলা হওয়ার পর থেকে নিরাপত্তার অজুহাতে আর কোনো দেশ পাকিস্তানে খেলতে যায় না। যার কারণে পাকিস্তানের হোম সিরিজগুলো আয়োজন করতে হয় আরব আমিরাতে। বিগত ১০ বছরের মধ্যে শুধু মাত্র জিম্বাবুয়ে ক্রিকেট দল একবার পাকিস্তান সফর করেছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড বরাবরই বাংলাদেশকে পাকিস্তান সফর করার জন্য অনুরোধ করে আসছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে কখনোই সারা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আইসিসির এফটিপির সূচি অনুযায়ী ২০২০ সালের জানুযারি মাসে পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ আছে বাংলাদেশের। যেহেতু এই সফরটি বাংলাদেশ দলের অ্যাওয়ে সিরিজ সেই কারণে আরব আমিরাতে পরিবর্তে নিজ দেশের মাটিতে আয়োজন করতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। এরই মধ্যে বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানিয়েছে এই সিরিজে অংশগ্রহণ করার জন্য।
এই সিরিজ আয়োজন করা নিয়ে বেশ আশাবাদী পিসিবির ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খান। এই ব্যাপারে তিনি জানান, ‘ওদের (বাংলাদেশের) নিরাপত্তা দলের প্রধান এবারের পিএসএলের সময় এসেছিল। আমাদের মধ্যে খুবই ইতিবাচক কথা হয়েছে। এমনকি তারা বলেছে এখানে খুবই নিরাপদ, আবহ বা সবকিছুই ভালো। টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য আমাদের একটা দ্বিপাক্ষিক চুক্তি আছে, এখন পর্যন্ত সেটা হচ্ছে বলেই আমরা জানি। ওদের সঙ্গে কথা বলে আমরা ব্যাপারটা চূড়ান্ত করার চেষ্টা করব।’