আনন্দবাজারের বিশ্বকাপ একাদশে দুই বাংলাদেশি ক্রিকেটার

এবারের বিশ্বকাপের মাঝপথেই প্লেয়ারদের ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনা করে নিজেদের সেরা একাদশ নির্বাচন করেছে কলকাতার জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার। আনন্দবাজার পত্রিকার নির্বাচিত একাদশে ভারতীয় দল থেকে জায়গা পেয়েছে মাত্র এক জন ক্রিকেটার। তবে বাংলাদেশ দল থেকে জায়গা পেয়েছে দুই জন ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

আনন্দবাজার পত্রিকার নির্বাচিত একাদশে ব্যাটিং অর্ডারের তিনে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। সাকিব আল হাসানকে তিনি রাখার প্রসঙ্গে আনন্দবাজার জানিয়েছেন, ‘তাকে কেন যে বিশ্বের সেরা অলরাউন্ডার বলা হয়, চলতি বিশ্বকাপে তা বারবার প্রমাণ করে চলেছেন সাকিব। ব্যাট-বল দুই ক্ষেত্রেই অনবদ্য এই বাংলাদেশি বহু ম্যাচ জিতিয়েছেন দলকে।’

এই একাদশে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম। একাদশে মুশফিক রয়েছেন সপ্তম ব্যাটসম্যান হিসেবে। মুশফিকুর রহিম প্রসঙ্গে আনন্দবাজার জানান, ‘বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম শক্তি। বড় রানের টার্গেট দিতে বা তাড়া করে ম্যাচ জেতাতে টাইগারদের ভরসা মুশফিকুর। এই দলের উইকেটরক্ষক তিনিই।’

আনন্দবাজারের বাছাই করা বিশ্বকাপ একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, সাকিব আল হাসান, বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন, মুশফিকুর রহিম, বেন স্টোকস, মিচেল স্টার্ক, মোহাম্মদ আমির, ইমরান তাহির।

আপনার মতামত দিন