আফগানিস্তানকে বাজে ভাবে অপমান করলেন শোয়েব আখতার

ভৌগোলিক দিক দিয়ে আফগানিস্তান এবং পাকিস্তান পাশাপাশি দুই দেশ। তবে সম্প্রতি সময়ে পাকিস্তানের সাথে সম্পর্কটা একদমই ভালো না আফগানিস্তানের। যেহেতু দুই দেশের সম্পর্কটা ভালো না তাই এর প্রভাব পড়েছে ক্রিকেটেও। এই যেমন কিছু দিন আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান আফগানিস্তানের কাছ থেকে পাকিস্তানকে ক্রিকেট খেলা শেখার কথা বলেন। আফগান বোর্ড প্রধানের ওই রকম মন্তব্যে বেশ চটে যায় পাকিস্তানি ভক্তরা।

আজ বিশ্বকাপে পাকিস্তান মুখোমুখি হবে আফগানিস্তানের। এই ম্যাচকে সামনে রেখে আফগানিস্তান দলকে বাজে ভাবে অপমান করে টুটারে একটি ভিডিও আপলোড করে সাবেক পাকিস্তানি তারকা খেলোয়াড় শোয়েব আখতার। ভিডিওতে তিনি আফগানিস্তানকে ভালোবাসি উল্লেখ করলেও আফগানিস্তানের খেলোয়াড়দের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেন।

আফগানিস্তানকে অপমান করে শোয়েব আখতার বলেন, “আফগানদের এখন হোম গ্রাউন্ড হচ্ছে নয়ডা, দিল্লী। আগে একসময় ছিলো পেশোয়ার, লাহোর। আফগান খেলোয়াড়েরা ক্রিকেট আমাদের কাছ থেকে শিখেছে। পাকিস্তানের রিফিউজি ক্যাম্পে তারা ক্রিকেট শিখেছে। কেউ কিছু মনে করবেন না তবে আফগানিস্তানের এই খেলোয়াড়দের আইডি কার্ড চেক করলে দেখা যাবে আফগানিস্তান দল বিশ্বকাপ থেকে নিষিদ্ধ হয়ে যাবে।কারন তাদের অধিকাংশই হবে পেশোয়ার বা করাচির “।

সাবেক এই তারকা আরো বলেন, ” ভারত তাদের এখন ক্রিকেট শেখাচ্ছে। তবে ভারত ক্রিকেট শিখালেও তাদের ব্যাটিংয়ের ম্যাচুরিটি আফগানিস্তানের মাঝে এখনো দিতে পারেনি। আমরা আফগানিস্তানকে ভালোবাসি। তাদের ৩ মিলিয়ন শরনার্থী আমরা জায়গা দিয়েছি। তবে খেলার দিন কোন সুযোগ নেই। পাকিস্তান সহজেই আফগানিস্তানকে হারিয়ে দিবে। আমরা তাদের তুলোধুনো করে জয় ছিনিয়ে আনবো। আফগানিস্তানের সিইও বলেছিলেন আমাদের তাদের কাছ থেকে ক্রিকেট শিখা দরকার, আমরা তাদের কাল ক্রিকেট শিখাবো। তাদের কোন ছাড় দেওয়া হবেনা। ভারতের সাহায্য লাগবে আমাদের। আমার বিশ্বাস পাকিস্তান ও ভারত ১ম সেমিফাইনাল খেলবে ম্যানচেস্টারে। ভারত হবে ১ম ও পাকিস্তান চতুর্থ গ্রুপ পর্ব শেষে “।

আপনার মতামত দিন