দীর্ঘ ১২ বছরের সেই অপেক্ষার পালার অবসান হচ্ছে চলমান কোপা আমেরিকায়। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুটি দলের লড়াইটা হতে যাচ্ছে চলমান কোপা আমেরিকার সেমিফাইনালে। দুই দলের এই মহারণে ফুটবল সমর্থকদের একটা অতৃপ্তি থেকেই যাবে। কারণ তারা দেখতে পারবে না বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফুটবল মেসি আর নেইমারের লড়াইটা। এই ম্যাচে মেসি খেললেও ইনজুরির কারণে খেলতে পারবে না নেইমার।
চলমান কোপা আমেরিকায় এখনো ঠিকমতো নিজেকে মেলে ধরতে পারেনি লিওনেল মেসি। তবে বার্সেলোনার এই ফরোয়ার্ডকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল। ব্রাজিল দলের অভিজ্ঞ ডিফেন্ডার চিয়াগো সিলভা জানিয়েছেন, আর্জেন্টিনার বিপক্ষে মেসির ওপর আলাদা ভাবে নজর রাখবেন তারা।
মেসির প্রসঙ্গে চিয়াগো সিলভা জানান, “সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং এখনও সে হঠাৎ নিজের সেরাটায় ফিরতে পারে। আমাদের পায়ে বল থাকার সময় এবং না থাকার সময় তার ওপর বিশেষ দৃষ্টি দিতে হবে। মাঠে কখনও কখনও সে হাঁটার গতিতে থাকতে পারে কিন্তু সে সবসময় প্রতিআক্রমণ করার জন্য জায়গার খোঁজে থাকে। আবার তার মুখোমুখি হতে পারা সম্মানের ব্যাপার। তাকে থামানোর চেষ্টা করতে হবে আমাদের।”