চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের পেসারা একদমই ভাল করতে পারেনি। এই বিশ্বকাপে বাংলাদেশ দল প্রতিটি ম্যাচেই তিন জন পেস বোলার নিয়ে একাদশ সাজিয়েছেন কিন্তু কাজের কাজ একজনও করতে পারেনি কোনো ম্যাচে। বাংলাদেশ দলের পেসার দেড় কারো বলেই তেমন ধার নেই। লাইন-লেন্থের অবস্থাও বিশেষ ভালো না। ইনিংসের শুরুতে ব্রেক থ্রু এবং রান নিয়ন্ত্রণ আনার কাজটিও তেমন ভাবে করতে পারছে না। এক কোথায় বলতে গেলে চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের পেসাররা নতুন বলে পুরোপুরি ব্যর্থ।
নতুন বলে পেসার দেড় এমন দূর অবস্থার ব্যাপারে কি ভাবছে বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ? পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষে পেসারদের কাজে লাগানোর ব্যাপারে ওয়ালশ বলেন, ‘আসলে নতুন বলে পেসাররা বল করবে কিনা, তাদের বোলিং কার্যকরিতাই বা কেমন হবে , সেটা নির্ভর করবে মূলত পিচের ওপর। আমাদের আগে দেখতে হবে কোন ধরনের পিচে খেলা হচ্ছে। সেখানে নতুন বলে পেসারদের ভালো করার সম্ভাবনা কতটুকু, তা বুঝতে হবে।’
বাংলাদেশ দলের প্রীতিটা ম্যাচেই নিয়মিত খেলছে মুস্তাফিজ,সাইফউদ্দীন এবং মাশরাফি এদের নিয়ে কোর্টনি ওয়ালশ বলেন, ‘উইকেটে যদি সুইং থাকে আর বাতাসে বল সুইং করে, তাহলে সাইফউদ্দীন মোস্তাফিজের চেয়ে একটু বেশি সুইং পায়। তবে ফিজও (মোস্তাফিজ) ভালো রূপেই আছে। আর মাশরাফি সব সময়ই বল সুইং করাতে পারে। কাজেই আমার হাতে অপশন আছে। এখন দেখতে হবে নির্দিষ্ট দিনে উইকেটের অবস্থা কেমন থাকে।’