বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল। প্রথম ম্যাচের আগমুহূর্তে অনেক পরীক্ষা-নিরীক্ষার পর দল চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই সিরিজের জন্য প্রথমে ২২ জনের বিশাল স্কোয়াড ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। তবে ম্যাচের আগের দিন এসে ২২ জনের স্কোয়াড থেকে ৫ জনকে সরিয়ে নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। শুধুমাত্র প্রথম ম্যাচের জন্য লাসিথ মালিঙ্গাকে রেখে মোট ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে তারা। এর কারণ বাংলাদেশ দলের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলেই অবসরে যাবেন মালিঙ্গা।
একনজরে দেখে নিন বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার চূড়ান্ত একাদশ: দিমুথ করুনারাত্নে, কুশল পেরেরা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, লাহিরু থিরিমানে, শেহান জয়াসুরিয়া, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা, হাসারাঙ্গা ডি সিলভা, আকিলা ধনঞ্জয়, আমিলা আপোনসো, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা এবং ইসুরু উদানা।