রোমান সানা বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন সারথি!

যারা প্রকৃত যোদ্ধা তাঁরা হার মেনে নিতে জানে না, তাঁরা স্বপ্ন দেখে নতুন ভবিষ্যৎ বির্নিমানের। তাই হয়ত ৩০ বার চাকরির ইন্টার্ভিউ দিয়ে ব্যর্থ হওয়া জ্যাক মা আলিবাবা-র মত প্রতিষ্টানের CEO অথবা রবার্ট ব্রুস সপ্তম বার যুদ্ধে জয়ী হওয়া গর্বিত রাজা।

গত কয়েক বছর ধরে বাংলাদেশের এই তিরন্দাজ যেভাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশকে গর্বিত করে আসছিলেন, তাতে তাঁকে ঘিরে একটা স্বপ্নের মায়াজাল বোনা হয়ে গিয়েছিল।

গ্রেট ব্রিটেনের প্রতিযোগী টম হলের বিপক্ষে জিতে উঠে গিয়েছিলেন দ্বিতীয় রাউন্ডে। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়েছে মাত্র ৫২ মিনিট ।

দ্বিতীয় রাউন্ডে কানাডার প্রতিপক্ষ ক্রিসপিন ডুয়েনাসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরেছেন তিনি। শেষ পর্যন্ত  ৬–৪ সেট পয়েন্টে ম্যাচটা জিতে নেন ডুয়েনাস।

বাংলাদেশি তিরন্দাজ অবশ্য নিজের আক্ষেপটা গোপন রাখেননি, ‘মাত্র ১০ পয়েন্টের জন্য হেরে গেলাম। খারাপ লাগছে। এ ম্যাচে আমার জেতার খুব ভালো সুযোগ ছিল।’

এর পরপরই নিজের প্রত্যয়ের কথা জানিয়েছেন রোমান, ‘আমি ২০২৪ অলিম্পিকেও খেলতে চাই। আমার মূল লক্ষ্য ২০২৮ অলিম্পিকে সোনা জয়। আমি আমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব।’

১৯৮৪ থেকে এখনও পর্যন্ত ১০টি অলিম্পিকে (১৯৮৪, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৬, ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬,২০২০) অংশ নিয়ে পদকের দেখা পাইনি বাংলাদেশ।

আপনার মতামত দিন