১৯৮৪ থেকে ২০২১ সাল পর্যন্ত মোট ১০টি অলিম্পিকে (১৯৮৪, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৬, ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬,২০২০) অংশ নিয়ে পদকের দেখা পাইনি বাংলাদেশ। এই দায় ভার তাহলে কার- খেলোয়ারদের নাকি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) !!!
আর কত কাল শুধু মুখের কথায় চিড়া ভেজাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)!
চলুন এবারের আসরের পারফর্মেন্স দেখেনি এক নজরে-
অ্যাথলেটিকস ট্র্যাকে ছেলেদের ৪০০ মিটার হিটে জহির রায়হান ৪৭ জনের মধ্যে হয়েছেন ৪৪তম। নিজের ক্যারিয়ার–সেরা টাইমিংটাও করতে পারেননি জহির। ৪৮.২৯ সেকেন্ড সময় নিয়ে আটজনের মধ্যে অষ্টম হয়ে শেষ করেছেন হিট।
বাকি এবারে ২য় বারের মত পাঠানো হয়েছিল কিন্তু ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে বাকি ৬১৯.৮ স্কোর করে ৪৭ জনের মধ্যে হয়েছেন ৪১তম। ২০১৬ সালের ফলাফল থেকেও খারাপ ফলাফল করেছেন এবারের অলিম্পিকে।
আরিফুল ইসলাম ও জুনায়না আহমেদ নিজেদের ক্যারিয়ার–সেরা টাইমিং করেছেন ৫০ মিটার ফ্রি–স্টাইলে, কিন্তু আরিফুল হয়েছেন ৭৩ জনের মধ্যে ৫১তম ও জুনায়না ৮১ জনের মধ্যে ৬৮তম।
অন্যদিকে, স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি। মিশ্র ইভেন্টের নকআউটে যদিও হেরেছে বাংলাদেশ। কিন্তু ১৬ দলে হয়েছে নবম। রোমান হেরেছেন এককের দ্বিতীয় রাউন্ডে, দিয়া প্রথম রাউন্ডে। কিন্তু দুজনেরই ১ পয়েন্টের হারের আক্ষেপটা হয়তো ভবিষ্যতে স্বপ্ন দেখাচ্ছে আর্চারিকে।