মেসি, রোনালদো এবং নেইমারের এখনও পর্যন্ত লাল কার্ডের সংখ্যা কত জানেন তো ?

মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো অথবা নেইমার হতেই পারেন এখনকার ফুটবলের মহাতারকা। হতেই পারেন নিজেদের ক্লাব বা জাতীয় দলের প্রাণ-ভ্রমরা। কিন্তু তাঁরাও যে ফাউল করেন বা নিজেদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হল তার প্রমাণ সরূপ লাল কার্ড পেয়েছেন বিভিন্ন ম্যাচে ।

এবার চলুন জেনে নেয় কে কয়টি লাল কার্ড পেয়েছেন।

১। মেসি পেয়েছেন ৩ টি

২। ক্রিস্টিয়ানো রোনালদো পেয়েছেন ১১ টি

৩। নেইমার পেয়েছেন ১১ টি

red-card-by-neymar

আপনার মতামত দিন