ক্রিকেটপ্রেমীদের চায়ের কাপে ঝড় তুলেছে বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ। তবে এর আগে ৪ বার টি-২০ তে দেখা হয়েছে এই দুই দলের এবং প্রতিবারই হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার যেহেতু দেশের মাটিতে খেলা তাই ফলাফল ভিন্ন হতে পারতো। কিন্তু বিধি বাম কারণ চোট এবং পারিবারিক অসুস্থতায় খেলতে পারছে না বাংলাদেশের অভিজ্ঞ ৩ মাস্টারক্লার্স ব্যাটসম্যান।
বাংলাদেশের টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ বরাবরই ব্যাটিং করে এসেছেন ৫ কিংবা ৬ নম্বর পজিশনে। কিন্তু ওপেনিং এ যেহেতু পাচ্ছেন না তামিম এবং লিটনকে আবার মিডিল অর্ডারে পাচ্ছেন না মিস্টার ডিপেন্ডেবল মুশফিককে তাই নিজেকেই তুলে আনছেন মিডিল অর্ডারে।
ফিনিশার মাহমুদউল্লাহ যদি ৫ কিংবা ৬ নম্বর পজিশনে না খেলেন তাহলে ফিনিশারের ভূমিকা পালন করবে কারা এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। তবে মাহমুদউল্লাহ এই বিষয়ে মন্তব্য করেছেন, ‘আমার মনে হয়, সোহান, আফিফ , শামীম—তাদের সামর্থ্য আছে ম্যাচ শেষ করার। খুবই ভালো ছন্দে আছে ওরা। আমি তাদের ওপর পূর্ণ আস্থা রাখছি। আশা করি, এ সিরিজেও প্রতিভা ও স্কিলের প্রতি সুবিচার করতে পারবে।’
এবার দেখার বিষয় যে সোহান, আফিফ , শামীম ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দিতে সক্ষম হন নাকি ব্যর্থ!