প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া এবং পেছনের ইতিহাস যখন আমাদের পুরোপুরি বিপক্ষে মানে আগে T20 তে দেখা হওয়া ৪ ম্যাচেই হেরেছে বাংলাদেশ তখন তাদের বিপক্ষে খেলায় মনস্তাত্ত্বিক ভাবেই পিছিয়ে থাকার কথা। কিন্তু রিয়াদের অসাধারণ ক্যাপ্টেন্সিতে দারুণভাবে কাম-ব্যাক করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
যখন শুরুতে টসে হেরে ব্যাটিং এ নামে বাংলাদেশ তখন খুব তাড়াতাড়ি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। নাইম(২৯ বলে ৩০ রান), সাকিব(৩৩ বলে ৩৬ রান) ও আফিফ(১৭ বলে ২৩ রান) কিছুটা হলেও হাল নিজেদের দিকে টানার চেষ্টা করেন। তারপরেও ২০ ওভার ব্যাটিং শেষে স্কোরবোর্ডে যুক্ত হয় ৭ উইকেটে ১৩১ রান। যা কিনা বাংলাদেশ দল তাদের ব্যাটিয়ের সক্ষমতার প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়।
অস্ট্রেলিয়ার হেইজেলউড ৩ টি, স্টার্ক ২ টি এবং টাই (Tye) ১ টি করে উইকেট লাভ করে।
তবে বাংলাদেশ বল করতে নেমে প্রথম বলেই মেহেদি হাসান এলেক্স ক্যারিকে বোল্ড করেই ম্যাচের রাশ বাংলাদেশের দিকে টেনে ধরেন। তারপর থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া দল। তবে মিচেল মার্শ ৪৫ বলে ৪৫ রান করে ম্যাচে ফেরার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হন।
নাসুম আহমেদ ১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন। অন্যদিকে মুস্তাফিজুর ও শরিফুল ২ টি করে উইকেট শিকার করেছেন যথাক্রমে ১৬ এবং ১৯ রান দিয়ে।