পঞ্চম T20 তে তাশের ঘরের মত ভেঙ্গে পড়ল অস্ট্রেলিয়া ক্রিকেট টিম!

চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া জিতে আভাস দিয়েছিল যে সিরিজ হেরে হলেও তাঁরা আবার সরূপে ফিরে এসেছে। তাই ধীর গতির পিচের কথা মাথায় রেখে ৪ জন স্পিনার নিয়ে দল সাজিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী ৯৩% বল তাঁরা স্লোয়ার ডেলিভারি করেছিল। আর তাতে পাওয়ার প্লে-তে উড়তে থাকা বাংলাদেশের রানের রাশ টেনে ধরেছিল দারুণ ভাবে।

বাংলাদেশ ২০ ওভারে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১২২ রান করেন। মোহাম্মদ নাইম (২৩ বলে ২৩) ছাড়া কেউই 20 রানের উপর রান করতে পারেননি। ড্যান ক্রিশ্চান এবং ন্যাথান এলিস ২ টি করে এবং এস্টন, এগার ও জাম্পা ১ টি করে উইকেট লাভ করেন।

চতুর্থ টি-টোয়েন্টিতে সাকিবের ৬ বলে ৫ ছক্কা মারা ড্যান ক্রিশ্চানকে নাসুম আহমেদ তার প্রথম বলেই বোল্ড করেন। তারপর নিয়মিত বিরতিতে তাঁরা উইকেট হারাতে থাকেন।

bangladesh-cricket-team2021

bangladesh-cricket-team2021

সাকিব কেন সেরা তিনি সেটা আরও একবার প্রমাণ করে দিলেন ৩.৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নিলেন। সাকিব টি-টোয়েন্টিতে ২য় স্পিনার হিসাবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। তিনি হয়েছেন ম্যান অফ দ্যা ম্যাচ এবং ম্যান অফ দ্যা সিরিজ।

সাইফুদ্দিন, নাসুম, মাহমুদুল্লাহ যথাক্রমে ৩ টি, ২ টি এবং ১ টি উইকেট লাভ করেন।

আপনার মতামত দিন