রাসেল ডমিঙ্গোর সম্পর্কে কী বলছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন!

বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় অনুষ্টিত হতে যাওয়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ডমিঙ্গোকে রেখে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিসিবি।

বিসিবি সভাপতি বলেছেন, ‘এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ডমিঙ্গোর মেয়াদ এই বিশ্বকাপ পর্যন্ত আছেই। এখন চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু এখন পর্যন্ত এই সিদ্ধান্ত আমরা তাঁকেও জানাইনি বা আমরা নিজেদের মধ্যেও আলোচনা করিনি।’

চুক্তির মেয়াদ কত দিনের হবে, এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমরা এখন এক বছরের জন্য চিন্তাভাবনা করছি। সামনে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আপাতত এ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপই আমাদের মাথায় আছে। তারপর সবার সঙ্গে কথা বললে আরও বুঝতে পারব।’

২০১৯ সালের আগস্টে দায়িত্ব নিয়েছিলেন ডমিঙ্গোর। তারপরই বাংলাদেশ ঘরের মাঠে টেস্ট হেরেছে আফগানিস্তানের কাছে। তাঁর সময়ে বাংলাদেশ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট সিরিজ হেরেছে। এ ছাড়া বিদেশের মাটিতে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডে সিরিজ হারের ব্যর্থতা তো আছেই।

তবে গত মার্চে নিউজিল্যান্ড সফরের পর শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশ টেস্ট ড্র করে। এরপরই ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জয় আসে শ্রীলঙ্কার সাফল্যের পরেই। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্মৃতি তো এখনো তরতাজা।

আপনার মতামত দিন