নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ

আজ নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় শেখ রাসেল ও উত্তর বারিধারার মধ্যে ।খেলাটিতে দুদল মিলে সাত গোল করেছে। তবে যোগ্যতম দল হিসেবে জয় পেয়েছে শেখ রাসেলই । গPhotos of 'Nitol TATA Bangladesh Premier Football League 2013-14' bতবারের চ্যাম্পিয়নরা জিতেছে ৫-২ গোলে।মিথুন চৌধুরী ছয় মিনিটের মাথায় মিডফিল্ডার সোহেল রানার নিচু ক্রস থেকে দলকে এগিয়ে দেন ছয় মিনিটে। হাইতিয়ান ফরোয়ার্ড প্যাসকেল মিলিয়েন ব্যবধান দ্বিগুণ করেন। ৩২ মিনিটে তার গোলটি বানিয়ে দেন সোহেল।বারিধারা অবশ্য ছয় মিনিট পরই গোল শোধ দেয়। লাকি ডিভাইনের নিচু ক্রস থেকে নাইজেরিয়ান অ্যাটাকার কস্কো নিখুঁতভাবে পরাস্ত করেন রাসেল গোলরক্ষক বিপ্লবকে।দ্বিতীয়ার্ধে ফিরে এসেই জ্যামাইকান অ্যাটাকার রিকার্ডো কুসিন্স ৩-১ করেন। ৭৩ মিনিটে আরেকটি গোল পায় রাসেল। শাকিল আহমেদ বদলি মাঠে নেমে দারুণ একটি শট নেন। সেটি বারিধার‍া গোলরক্ষক সনি দত্ত প্রথম প্রচেষ্টায় রুখে দিলেও ফিরে পাওয়া বলটি সহজেই জালে পাঠান শাকিল। কুসিন্স তার দ্বিতীয় গোলটি করেন ৮২ মিনিটে।শেষ মিনিটে বারিধারা মিডফিল্ডার দুলাল হোসেনের শট রাসেল ডিফেন্ডার রেজার হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজে। অধিনায়ক স্বপন স্পট কিক থেকে দলের দ্বিতীয় গোল করেন।১০ ম্যাচে রাসেলের অর্জন ১৫ পয়েন্ট। আর বারিধারা আগের ছয় পয়েন্ট নিয়েই শেষ দিকে।

আপনার মতামত দিন