পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হার এবং দ্বিতীয় ম্যাচে জয়। দ্বিতীয় ম্যাচে জয়লাভ করলেও ব্যাটে-বলে সন্তোষজনক ছিলো না দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স। এই কারণে বিশ্রামে থাকা তারকা ক্রিকেটার কুইন্টন ডি কক এবং ডেল স্টেইনকে ফিরিয়ে আনা হয়েছে প্রোটিয়া স্কোয়াডে। এই দুই তারকা প্লেয়ার ছাড়াও প্রোটিয়া স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছে নতুন মুখ বিউরান হেন্ডরিকস।
কুইন্টন ডি কক, ডেল স্টেইন এবং বিউরান হেন্ডরিকসের জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন দুই পেসার ডুয়াইন অলিভার, ড্যান প্যাটারসন এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন। আগামী ২৫ জানুয়ারি সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ম্যাচ খেলবে এই দুই দল।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড: ফাফ ডু প্লেসিস, হাশি আমলা, কুইন্টন ডি কক, বিউরান হেন্ডরিকস, রেজা হেন্ডরিকস, ইমরান তাহির, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, আন্দিল হেলুকায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন এবং রসি ফন ডার ডুসেন।