ক্রাইস্টচার্চে চোখে সামনে নারকীয় হামলা দেখার পর বিরাট এক মানসিক ধাক্কা খেয়েছে বাংলাদেশ দলের প্রতিটি খেলোয়াড়। কিছুতেই ভুলতে পারছেনা হামলার ভয়াবহ সেই স্মৃতি। সামনে যেহেতু ক্রিকেট বিশ্বকাপ তাই দ্রুত খেলোয়াড় দেড় মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে না পারলে মাঠের খেলায় অনেক বড়ো প্রভাব পড়বে। সেই কারণে খেলোয়াড় দেড় মানসিক ভাবে ঠিক রাখতে মনোবিদ নিয়োগের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হামলা থেকে বাংলাদেশ ক্রিকেট দল রক্ষা পাওয়া এবং নিহতদের জন্য দোয়ার আয়োজন করা হয় বিসিবির পক্ষ থেকে। দোয়া শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিশ্বকাপের আগে খেলোয়াড় দেড় মানসিক ধাক্কা কাটিয়ে ওঠা নিয়ে বলেন, “বিশ্বকাপ আছে সামনে। তার আগে যদি একজন মনোবিদ এসে ওদের সঙ্গে কিছু সময় ব্যয় করা হয় সেটা দলের জন্যই ভালো হবে। সেখানে যদি কথা বলে মনে হয় কারো বিশেষ কোনো নজর দরকার, অবশ্যই তা করা হবে।”